♦♦ অচেনা আকাংখা ♦♦
লিখেছেন লিখেছেন আবরার আদিব ২৩ জানুয়ারি, ২০১৪, ০৯:০১:১৫ রাত
আসমান পাড়ের ঈশ্বরও আজ গর্জে ওঠে!
শত অত্যাচারে বিভীষিকার হলকা ছড়াচ্ছে।
ক্ষুধার্তরা আজ কুকুরের মত খাবারে খোঁজে,
আর ঐ রাক্ষসশ্রেণী থাকে অট্টহাসিতে মেতে!
অন্নহীনেরা ভিক্ষার হাত পেতে-
অশ্রু ফেলে দু' নয়ন ভাসিয়ে!
তবু এসব দেখে না হৃদয়হীনেরা,
মাড়িয়ে যায় সকল দুঃখ বেদনা!
অসহায় সে জনতার যন্ত্রণা
শূলরূপ ঠিক বুকের গহিনে বেঁধে!
নিরুপায় তারা! তোলে হাত স্রষ্টার পানে-
সষ্ট্রা হয়তো সবই দেখছে নিরবে!
এ ধরণীর সকল সুখের জিম্মি যেন
তাদের বিষাক্ত এক লোমশ থাবায়!
তাদের বীভৎস চিতকার-শীৎকারে
দুঃখী পৃথিবীও কেঁপে ওঠে বারবার!
আশার বাণী আমরা শুনি মহাপুরুষের কাছে-
বুকে বাঁধি অচেনা এক স্বপ্ন!
যেন থাকি এক আলো-আধারের মাঝে!
তবুও ভালো-
এক অপার প্রেরণা আছে আমাদের মাঝে!
বিষয়: বিবিধ
১৩৪৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সষ্ট্রা হয়তো সবই দেখছে নিরবে!
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন