মহাপ্রস্থানের পূর্বে
লিখেছেন লিখেছেন আবরার আদিব ১৯ জানুয়ারি, ২০১৪, ১০:৩৫:০২ রাত
কৃষ্ণ অরণ্যে আজ ধূসরতার ছায়া,
তবুও মনের গহীনে-
সোনার হরিণের প্রতি মায়া!
আমার সামনে আজ আলোকিত আঁধার
ফ্যকাসে রঙের চামড়া
আর সমস্ত দেহ অসার!
আজ-
রঙহীন কল্পনার জগতে
হারিয়ে যাই কোন মনের খেয়ালে?
অনন্ত সুখের স্পর্শ অথবা
অথবা অঙ্গারে-ছাইয়ে রুপান্তরিত
সুপ্ত ক্ষমতা আজ নিঃশেষ!
আজ-
অমূল্য সম্পদও হারিয়ে যায়
তলিয়ে যায়-অসীমে মিলিয়ে যায়!
সব সুখ আনন্দ আর অভিলাষ আজ তুচ্ছ!
আজ-
যেন সব সুর হারিয়ে যায়
বিষাদতার কোনো এক নিরালায়!
আজ-
আমার সব লেখা কবিতা মৃত
আমার কলম স্তব্ধ!
এ কোন জালে আমি বদ্ধ?
এ জাল হয়ত ছিন্ন হবে
কোন এক শিশির স্নাত ভোরে-
অথবা জ্যোৎস্নারও রাতে
নক্ষত্রের লুকোচুরিতে!
আজ-
আমি আমার মায়ের ঘ্রাণ পাই না
প্রকৃতির রূপ-গন্ধ আমার কাছে আসে না
হয়ত তারা থাকে নির্জনে
আমার থেকে বহুদূরে!
তোমরা আমায় চাও
কিন্তু এ প্রকৃতি তো আমায় দেয় না!
তোমরা আমায় সবই দাও!
হায়! প্রকৃতি তো আমায় আর কিছুই দেয় না!
আজ-
এ মৃত্তিকা আমায় টানে
কঠিন সত্যের সন্ধানে
অচেনা এক ধরণীতে
সময়ের বহু আগে
হারিয়ে যাই আমি মাত্রাহীন এক জগতে!
বিষয়: সাহিত্য
১৩৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন