"মাতা ও তাহার কন্যারা"

লিখেছেন লিখেছেন লুকোচুরি ১৫ নভেম্বর, ২০১৪, ০৭:৫০:৪২ সন্ধ্যা

রাজ্যের নাম স্বপ্নপুরী। না, না... কল্পনার স্বপ্নপুরী নয় এটা সত্যি সত্যি স্বপ্নপুরী। কতগুলো স্বপ্নিল মানুষ এই রাজ্যের বাসিন্দা এছাড়াও স্বপ্ন দেখতে ভুলে গেছে এমন মানুষও রয়েছে স্বপ্নপুরীতে। স্বপ্নিল মানুষগুলো জেগে জেগে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যায় অনবরত। শুধু তাই নয় তারা তাদের স্বপ্নগুলো পরবর্তী প্রজন্মের অন্তরে রেখে যেতে চায়।

তাদের কাজ স্বপ্নের বীজ বোনা, চারা গাছের দেখাশোনা করা, চারা গাছ বড় করা তারপর সেই গাছের স্বপ্ন ফল সবার মাঝে বিলিয়ে দেয়া। এভাবে সারা রাজ্যে স্বপ্ন কায়েম করতে বদ্ধ পরিকর তারা। কারন রাজ্যের মানুষজন স্বপ্ন দেখতে ভুলে গেছে, তারা মিথ্যা মোহ আর দুষ্ট দৈত্যের চক্রান্তে পড়ে তারা অলীক বস্তুর পিছনে ছুটছে। অথচ আজ অবধি একটা মানুষও সেই অলীক বস্তুর খোঁজ পায়নি। তারা শুধু ছুটে চলছে তো চলছে।

স্বপ্নরাজ্যের রয়েছে অনেক গুলো প্রদেশ সব প্রদেশের রাজা, রানী, উজির নাজির, পাইক পেয়াদা, মন্ত্রী, সৈনিক সবাই স্বপ্ন দেখে। স্বপ্নপুরীর মানুষ জনকে স্বপ্ন দেখানোর এবং তা বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের।

সে যাই হোক, আজ গল্প বলি এক প্রদেশের স্বপ্ন রানীর আর স্বপ্নালু রাজন্যাদের। স্বপ্ন রানীকে সবাই স্বপ্ন মাতা বলে ডাকে আর তার কন্যাদের ডাকে স্বপ্ন কন্যা। একদল স্বপ্নালু কন্যাকে স্বপ্ন মাতা তার মহলে নিয়ে এসেছেন। স্বপ্ন বিলাসী চোখগুলো প্রতি মুহুর্তে কত শত স্বপ্নের জাল বুনে যায়। আর মাতাও তাদের সাথে যোগ দেন।

স্বপ্ন কন্যারা যখন ক্লান্ত হয়ে যায়, স্বপ্ন দেখতে ভুলে যেতে বসে তখন মাতা কন্যাদের সাথে নিয়ে ডুব দেন স্বপ্ন ঝিলে। কন্যারা ঝিল থেকে উঠে আসে আলোকোজ্জ্বল চেহারা নিয়ে, নতুন করে প্রাণ ফিরে পায় তারা, মাতা তাদের মাঝে প্রানের সঞ্চার ঘটান নতুন করে, চোখে মুখে আনন্দ খেলা করতে থাকে, স্বপ্ন দেখা শুরু করে নতুন উদ্যমে নতুন উচ্ছাসে, তারপর নেমে পড়ে মাঠে।

কিন্তু দুষ্ট দৈত্য তো এত সহজে হাল ছাড়ার নয়, প্রাণপণে বাধা দিতে থাকে। কন্যারাও দমে যাবার নয়, তাদের মাতা যে সবসময় সাথে আছে। কন্যারা স্বপ্ন দেখে সত্য ও সুন্দরের, স্বপ্ন দেখে হানা হানি, মানুষে মানুষে ভেদাভেদ, যুদ্ধ বিগ্রহ, অভাব, অশ্লীলতা, মিথাচার, অহংকার মুক্ত একটি পৃথিবীর মোট কথা অদ্ভুত সুন্দর একটি পৃথিবীর। যেখানে মানুষ দিনের শুরু করবে তার সৃষ্টিকর্তার স্মরণের মাধমে। প্রতিদিন সুয্যি মামা আসবে মিষ্টি মধুর ভোরের সাথে, ঊষার আলো কিরণ ছড়াবে প্রতিটি মানুষের মনে, আলোকচ্ছটায় উদ্ভাসিত মানুষগুলো তাদের মনের কিরণ দিয়ে পুড়িয়ে দেবে দুষ্টু দইত্যের সব বংশধরদের। এভাবে একের পর এক নীরব ভোরের পর আসবে স্নিগ্ধ সকাল, শান্ত দুপুর তারপর মন ভাল করে দেয়া বিকেল এরপর ঘুম ঘুম রাত। কেটে যাবে সবার সময় স্বপ্ন ঝিলে ডুব দিয়ে, পরোপকার করে, একে অন্যের আনন্দ ভাগ করে, সৃষ্টিকর্তার আদেশ পালন করে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম চলে যাবে শেষ দিন পর্যন্ত। আর তারপর তারা পুনরুত্থিত হবে প্রাশান্ত চিত্তে তাদের প্রভুর সাথে দেখা করতে, সবাই উদগ্রীব থাকবে কখন প্রভু তার সাথে দেখা করবে।

.........................................................

আমাদের সবারই একটা করে স্বপ্ন জগৎ থাকে। সেখানে নিজেই রাজা নিজেই প্রজা। খুব সহজেই আমরা সবাই আমাদের স্বপ্নগুলোকে সুন্দর করে সাজাতে পারি। আর হারিয়ে দিতে পারি দুষ্টু দইত্যকে। দুষ্টু দইত্য আর কেউ না, সে হচ্ছে বিতাড়িত শয়তান, আমাদের দুনিয়াবি চাহিদা। যখন হতাশা আমাদের ঘিরে ধরবে, স্বপ্ন দেখা ছেড়ে দিব তখন স্বপ্ন ঝিলে ডুব দিয়ে আসতে পারি অনায়েসে, সেখানে ডুব দিতে সাঁতার কাটতে জানতে হয় না, কারন স্বপ্ন ঝিল সেতো কুরান, সুন্নাহ, অধ্যয়ন করাকে বুঝিয়েছি, যত আমরা জানব তত আমাদের জ্ঞানের পরিধি বাড়বে, আমরা তত আমাদের চাহিদাগুলোকে লাগাম দিয়ে টেনে ধরতে পারব, ততই কৌশুলী হয়ে উঠতে পারব শয়তানকে হারিয়ে দিতে।

[আমাদের স্বপ্নপুরীর এক রাজকন্যাকে উপহার হিসেবে দিচ্ছি এই গল্পটি। সে স্বপ্ন রাজকন্যা থেকে অন্য স্বপ্ন রাজ্যের রানী হতে চলেছে কিছুদিনের মধ্যে, ইন শা আল্লাহ্‌। তার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের মাতা ও অন্য কন্যাদের পক্ষ থেকে।]



বিষয়: বিবিধ

১৮৮১ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284565
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি।
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৮
227944
লুকোচুরি লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
284568
১৫ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪৩
শেখের পোলা লিখেছেন : আপনার সাথে আমিও শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ৷
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
227945
লুকোচুরি লিখেছেন : জি, আপনার শুভেচ্ছা পৌঁছে দিব ইন শা আল্লাহ্‌, আমাদের রাজ কন্যাকে।
284658
১৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপুনি...... আমি আসিতেছি কমেন্ট নিয়ে Waiting Waiting আপনার ছবিটি অসাধারন Chatterbox Chatterbox অনেক সুউইট ! Day Dreaming Day Dreaming
১৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫১
227946
লুকোচুরি লিখেছেন : জি আচ্ছা। ধন্যবাদ। Good Luck Good Luck আপনার দেয়া ছোট বাবুটার ছবিও অনেক সুন্দর।
284770
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পড়েছি, খুবি সুন্দর হয়েছে স্বপ্নকন্যারদের গল্পখানা Day Dreaming Yahoo! Fighter Yahoo! Fighter আচ্ছা আমারও ইচ্ছে ছিলো স্বপ্নরাজপুত হবার Loser Loser কিন্তু আমাদের প্রিয় ব্লগার পবিত্র আপু আমাকে "অলসের রাজা" উপাধী দিয়ে উনি গায়েব হয়েগেছেন Time Out Time Out Time Out সম্ভবত আপনার স্বপ্ন রাজ্যের ঝিলে ডুব দিয়েছে Chatterbox Chatterbox আচ্ছা আমাকে এভাবে উপাধী দেয়া টা কি ঠিক হয়েছে? At Wits' End At Wits' End
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২০
233802
লুকোচুরি লিখেছেন : আপনার নিজেরই তো স্বপ্ন জগত আছে। হয়ে যান সেখানে রাজা, প্রজা যা ইচ্ছা। Happy
284771
১৬ নভেম্বর ২০১৪ দুপুর ০১:২০
284859
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : তুমি কি বিয়েতে আসবে? আমি আসতে পারছিনা Sad Crying Crying Crying
১৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৪২
228112
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমাকেতো দাওয়াতও দেয় নি Crying Crying Crying Crying
১৬ নভেম্বর ২০১৪ রাত ১০:০৬
228225
ফাতিমা মারিয়াম লিখেছেন : লুকোচুরি হ্যারির জন্য একটা কার্ডের ব্যবস্থা কর। সে দাওয়াত চায়Tongue Smug
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২১
233805
লুকোচুরি লিখেছেন : আপু আমিও যেতে পারিনি। :( Crying Crying Crying

...............

হ্যারি ভাইয়া আমি তো ব্লগে আজ এলাম। আগে এলে একটা কার্ডের ব্যবস্থা করতে পারতাম। বিয়ে তো হয়ে গিয়েছে :(
285106
১৭ নভেম্বর ২০১৪ সকাল ০৯:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : স্বপ্নপুরীর রাজকন্যার গল্পটা পড়ে আমি কিন্তু অন্য এক স্বপ্ন কন্যার কথা ধরে নিয়েছিলাম। তবে বলবনা কার কথা ভাবছিলাম। শেষে এসে বুঝতে পারলাম। এবারও বলবনা কার কথা ভাবছি। Happy শুভেচ্ছা সহ শুভকামনা রইল। Love Struck Rose Good Luck
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২২
233808
লুকোচুরি লিখেছেন : জাযাকিল্লাহু খাইর আপু। আমাদের স্বপ্ন কন্যাদের জন্য দুয়া করার অনুরোধ রইল। Happy
288442
২৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
ইশতিয়াক আহমেদ লিখেছেন : খুব সুন্দর লিখা ,পড়ে ভালো লাগলো
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৩
233809
লুকোচুরি লিখেছেন : জাযাকাল্লাহু খাইর। কষ্ট করে পড়েছেন বলে অনেক অনেক ধন্যবাদ। Happy
290015
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৮
আফরোজা হাসান লিখেছেন : কন্যা ব্লগে কি হচ্ছে পড়া বাদ দিয়ে??!! Frustrated Frustrated Waiting Waiting Time Out Time Out
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০৩
234236
লুকোচুরি লিখেছেন : মাতা একটু বেড়াতে এসেছিলাম। এসে তোমার লেখা পড়লাম। পড়া ইন শা আল্লাহ্‌ শেষ হয়ে যাবে। টেনশন নট Angel Angel Good Luck Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File