এখনই সময়... নিজের বিবেককে জাগিয়ে তুলুন।
লিখেছেন লিখেছেন লুকোচুরি ১০ জুলাই, ২০১৪, ০৭:০৯:২১ সন্ধ্যা
শয়তান আমাদের আবেগ নিয়ে খেলতে খেলতে বিবেককে অন্ধ করে দিচ্ছে। আমরাও আমাদের আবেগকে শয়তানের পক্ষ দলের হয়ে খেলতে দিচ্ছি। আবগ বিবেকের বিপক্ষে অবস্থান নিচ্ছে। এক সময় বিবেক শয়তান আর আবেগের সাথে পেরে না উঠে অচেতন হয়ে... না... ঠিক অচেতন নয় মৃতপ্রায় হয়ে আমাদের মাঝে বাস করছে। আমরা তখন আর বিবেক দিয়ে কিছু চিন্তা না করে আবেগ দিয়ে কাজ করতে থাকি। ভালো মন্দের বিচার করতে ভুলে যাই বা ব্যর্থ হই। আবেগের কাছে যা ঠিক মনে হয় সেটাকেই সঠিক ভেবে নেই।
এবার ভাবুনতো... শয়তান আপনার আবেগের কোন দিকটা নিয়ে খেলছে আর আপনিও সেই খেলায় মেতে আছেন? শয়তান কি আপনার ইমোশন নিয়ে খেলছে? নাকি আপনার রাগ, ক্রোধ, দুনিয়ার প্রতি মোহ, দিন রাত নন মাহরাম ছেলে/মেয়ে নিয়ে কল্পনা, অলসতা, গানবাজনা, নাটক সিনেমার প্রতি আসক্তি অথবা অন্য কিছু? আপনিই ভালো বলতে পারেন কোন জিনিসটা আপনার শত্রু রুপে আপনার মাঝে আছে। কোন জিনিস টা আপনাকে সৎ পথে থাকতে বাঁধা দিচ্ছে, কোন জিনিসটা আপনাকে আটকে দিচ্ছে আল্লাহ্র দেয়া বিধান অনুসরণ করতে। ভাবুন... এখনই সময়। রমজান মাস চলছে, শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। এখন শয়তান আপনাকে ইন্ধন যোগাচ্ছে না খারাপ কাজ করতে। এখন যে আপনাকে দিয়ে খারাপ কাজ করাচ্ছে সেটা আপনি নিজে। হ্যাঁ... এখনই সময়। মনের জানালা খুলে দিন। আপনার মৃতপ্রায় বিবেককে জাগ্রত করুন। মনের জানালা দিয়ে একটুকরো আলো, আর শুদ্ধু বাতাস আসতে দিন আপনার বিবেকের কাছে যা তাকে আবার বাঁচিয়ে তুলবে। আর তখন আপনার বিবেকই আপনাকে বলবে শয়তানের পক্ষ নিয়ে নয় বরং বিপক্ষে খেলতে হবে। তাই আবারও বলব, এখনই সময়, হ্যাঁ... এখনই সময়।
বিষয়: বিবিধ
২০৫৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শয়তানকে আল্লাই মানুষের পিছে লাগিয়ে দিয়েছেন। তো, কিছু খেসারত দিতেই হবে।
রমজান মুবারাক
মন্তব্য করতে লগইন করুন