~ "কুদ্দুস" বা "মোমিন" এই নাম দুটি নিয়ে ব্যাঙ্গ করা ~
লিখেছেন লিখেছেন লুকোচুরি ০৫ মে, ২০১৪, ০২:২৫:০০ দুপুর
- কারও কথায় অবাক হলে ঠাট্টা করে অনেকেই বলে - " কস কি মোমিন?"
- কিংবা কারও নাম "আবদুল কুদ্দুস" হলে তাকে বলে এই "কুদ্দুইচ্চা"
- অথবা নিম্ন মানের কোন হোটেল বা দোকানের উদাহরণ দিতে গেলে বলে, "কুদ্দুস হোটেল" বা "কুদ্দুস অ্যান্ড কোং"
অনেকেই হয়ত জানে না, যে "الْقُدُّوسُ (আল-ক্বুদ্দূস) অর্থ- পূতঃপবিত্র, নিখুঁত" এবং "الْمُؤْمِنُ (আল-মু’মিন) অর্থ - জামিনদার, সত্য ঘোষণাকারী" এই দুটি আল্লাহ্ তা'আলার নাম।
আল্লাহ্র ৯৯ টি নাম থেকে যদি কোন একটি নাম মানুষের নাম রাখা হয় তবে সেই নামের পূর্বে আবদুল যোগ করতে হয়। আবদুল শব্দের অর্থ বান্দা/গোলাম (slave), অর্থাৎ কারও নাম যদি রাখা হয় আল্লাহ্র একটি নাম, "মু'মিন" থেকে তবে তার নাম হবে "আবদুল মু'মিন" অর্থাৎ মু'মিনের গোলাম।
যেখানে আমরা কোন মানুষের নাম সরাসরি আল্লাহ্র নাম থেকে রাখতে পারব না, মানুষটির নাম বলার সময় আবদুল শব্দটি যোগ করতে হবে সেখানে আমরা কেমন করে সরাসরি আল্লাহ্র নাম নিয়ে হাসি ঠাট্টা করি। এমন করার আগে এর পরিনাম নিয়ে ভেবে দেখবেন দয়া করে।
বিষয়: বিবিধ
২৩২২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কাদের, ইউনূস - এসব নাম নিয়েও অনেকে ব্যঙ্গ করে যেগুলো কঠিন গোনাহ এর কাজ।
জাজাকাল্লাহু খায়রান।
মন্তব্য করতে লগইন করুন