ওরে শান্তি কমি মুক্তি কামি মুক্তি সেনার দল

লিখেছেন লিখেছেন আবু সিদ্দীক ০৯ জানুয়ারি, ২০১৪, ০১:৪৯:৩৭ দুপুর

কোথা গেলি ওরে

সিংহ সার্দুল দুঃসাহসী-দুর্জ্জয়

মুক্তি সেনার দল।

আমি তোদের স্বাধীনতা বলছি

মোরে বক্ষে চাপে হিমাচল – জগদ্বল।

কুরে কুরে খায় স্বৈরাচারের পোকায়

আমার মাংসল পিঠের তল।

তবু নড়তে মানা, ফেলতে মান

তপ্ত অশ্রু জল।

তোদের সাধের গণতন্ত্র

আজো আমার হতে

মুষ্টিবদ্ধ রেখেছি ধরে

দা-কুড়ালে জালিম কোপায় তাতে।

মানবাধীকার, স্বাধীন মত প্রকাশ

আমার পেটে কি ভয় ভরা

ভোটাধীকার, স্বাধীকার সব

নিয়ে গেল সাধু চোরা।

আমি যদি নাহি থাকি

তোদের থাকল কি আর বল

ওরে গেলি কোথা তোরা

একাত্তরের মুক্তি সেনা দল।

হায়দারী হাক মেরে

জনতারে ডাক

জীবনের বাজী ধরে

ঠিক করি তাক।

চল, চল, চল বলি

বুক করি টান

মিছিলে এগিয়ে চল।

বক্ষপরি পাহাড় আমার

ফেল, ঠেলে ফেল।

ওরে শান্তি কমি মুক্তি কামি মুক্তি সেনার দল।

বিষয়: সাহিত্য

১০৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File