বাংলায় প্রথম পুর্ণাঙ্গ ইসলামিক অনলাইন রেডিও irb24.net

লিখেছেন লিখেছেন ইসলামিক রেডিও বাংলা_আইআরিব২৪ ০৯ জানুয়ারি, ২০১৪, ০১:১৭:৫৯ দুপুর



আইআরবি সম্পর্কে :

বাংলাদেশে ইসলামী সংস্কৃতি চর্চার ইতিহাস বেশ পুরনো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ, আব্বাসউদ্দিন, আব্দুল আলীম সহ অসংখ্য কবি গীতিকার ও শিল্পী, বৈরী পরিবেশের মধ্যেও এই অঞ্চলে ইসলামী সংস্কৃতির প্রসার ঘটিয়েছেন।

স্বাধীনতা পরবর্তি সময়ে মরহুম কবি মতিউর রহমান মল্লিক, আইনুদ্দিন আল আজাদ সহ অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বের হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য সাংস্কৃতিক সংগঠন। এসব সাংস্কৃতিক সংগঠগুলো দেশের আনাচে কানাচে ইসলামী সংস্কৃতির আহবান পৌছে দিচ্ছে। তৈরী করছে অসংখ্য দর্শক শ্রেতা।

সময়ের পরিক্রমায় দিন দিন পৃথিবী আধুনিক হচ্ছে। সামাজিক, নৈতিক অবক্ষয়ের কারণে অনেক বাবা মা চান তার সন্তান ইসলামী সংস্কৃতির মাধ্যমে বিনোদন করুক। কিন্তু এই স্যাটেলাইট,এফএম,ইউটিউব এর যুগে আমাদের কোন মাধ্যম নেই এই বিপুল শ্রেণীর মনের খোরাক মিটাবার।

নেই মানসম্মত প্রোডাকশনও। যেগুলো আছে তা যতসামান্য। ফলে ধীরে ধীরে আমাদের তৈরী দর্শক শ্রোতা হারিয়ে যাচ্ছে।

সেই উপলব্ধি থেকেই কিছু তরুণ এর হাত ধরে আইআরবির জন্ম ....

লক্ষ্য ও উদ্দেশ্য:

সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে ইসলামী সংস্কৃতির বিকাশ সাধনে মানুষের পরিশীলিত জীবন গঠন ও আল্লাহর সন্তুষ্টি অর্জন।



আইআরবির শুরু যেভাবে:


২০ মার্চ ২০১৩ ইং তারিখে বাংলায় প্রথম পুর্ণাঙ্গ ইসলামিক অনলাইন রেডিও http://www.irb24.net স্বল্প পরিসরে তার পরীক্ষামূলক যাত্রা শুরু করে।

২৩ মার্চ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাবেক ও বর্তমান কর্মীদের নিয়ে আরজে প্রশিক্ষনের আয়োজন করা হয়। যাতে দেশের স্বনাম ধন্য আরজেরা প্রশিক্ষন দেন। প্রায় ৩০ জন এই ট্রেনিং এ অংশগ্রহণ করেন।

সেখান থেকে বাছাইকৃত আরজেরা নিয়মিত অনুষ্ঠান শুরু করে।

এখন ১৩জন আরজে ও ৮জন বিশিষ্ট ব্যক্তি ২২ ধরনের অনুষ্ঠান করছেন নিয়মিত ।

মিশন ও ভিশন :

o অনলাইন রেডিওর মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের কাছে ইসলামী সংস্কৃতি পৌছে দেয়া।

o অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন।

o অনলাইন ভিত্তিক ইসলামী সংস্কৃতির প্রচার বাড়ানো।

o মানসম্মত অডিও ভিজ্যুয়াল প্রোডাকশন নির্মাণ।

o প্রযোজনা।

o দেশব্যাপী রিয়েলিটি শো এর মাধ্যমে নতুন নতুন শিল্পী খুজে বের করা ও সাংস্কৃতিক মেধার উত্তরণ।

o দেশের সকল ইসলামী সাংস্কৃতিক সংগঠনগুলোকে পৃষ্ঠোষকতা প্রদান।

o বাংলাদেশে ইসলামিক এফএম রেডিও প্রতিষ্ঠা।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File