ঝিনাইদহে পুলিশের উপর বোমা হামলা
লিখেছেন লিখেছেন টুটুল বিশ্বাস ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:০৮:০৯ বিকাল
ঝিনাইদহ প্রতিনিধি ঃ
ঝিনাইদহ পৌরসভার উপ-শহরপাড়ায় রোববার ভোরে পুলিশের উপর একটি স্বসস্ত্র ডাকাতদল বোমা হামলা চালিয়েছে। বোমার ¯িপ্রন্টারে পুলিশের বহনকৃত টেম্পুটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধূরী জানান, রোববার ভোর সাড়ে তিনটার দিকে ৮/১০ জনের একদল ডাকাত উপশহর পাড়ায় কালীগঞ্জ জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী আব্দুল মান্নানের বাড়িতে একদল ডাকাত ডাকাতি করছিল। খবর পেয়ে রাতের টহল পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হওয়া মাত্রই পুলিশকে লক্ষ্য করে ডাকাতদলটি শক্তিশালী বোমা ছুড়ে মারে। বোমায় পুলিশের বহনকৃত টেম্পুটি ক্ষতিগ্রস্থ হয় এবং চালক রহিদুল ইসলাম আহত হন। এ সময় পুলিশ ডাকাত দলকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি বর্ষন করে। বোমা ও গুলির শব্দে শহর প্রকম্পিত হয়ে ওঠে। গভীর রাতে অনেকেই কি হচ্ছে খোচ খবর নিতে থাকেন। পুলিশের দ্রুত উপস্থিতির কারণে ডাকাত দলটি নিচের তালায় বসবাসরত ভাড়াটিয়া ঝিনাইদহ সদর উপজেলার শালিয়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শামছুর রহমান আলমের বাসা থেকে নগদ পাঁচ হাজার টাকা, কয়েকটি মোবাইল সেট ও ৬ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে রোববার দুপুর ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন