সোমবার কোটচাঁদপুর মহেশপুর অর্ধদিবস হরতাল

লিখেছেন লিখেছেন টুটুল বিশ্বাস ২৭ জানুয়ারি, ২০১৪, ১১:৫০:৪০ সকাল



ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুর মহেশপুর উপজেলার সোমবার অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতাল আহবান করেছে স্থানীয় ১৮ দলীয় জোট। শনিবার মধ্যরাতে যৌথবাহিনীর অভিযানের সময় “বন্দুকযুদ্ধে” কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক স্কুল শিক্ষক এনামুল হক নিহত হওয়ার প্রতিবাদে রোববার দুপুরে এই কর্মসুচি ঘোষনা করা হয়। জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান জানান, রোববার দুপুর ১টার দিকে কোটচাঁদপুর উপজেলা ১৮ দলীয় জোটের এক জরুরী সভায় হরতাল কর্মসুচির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে ১৮ দলীয় জোটের ঝিনাইদহ জেলা আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান এই হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলেন, সোমবার কোটচাঁদপুর মহেশপুর উপজেলায় স্থানীয় ১৮ দলীয় জোটের ডাকা অর্ধদিবস হরতালে তাদের সমর্থন রয়েছে। উল্লেখ্য শনিবার মধ্যরাতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নওদাপাড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানের সময় “বন্দুকযুদ্ধে” কোটচাঁদপুর উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক এনামুল হক বিশ্বাস (৫৫) নিহত হন। এদিকে রোববার দুপুর দুইটার দিকে নিহত নিহত এনামুল হকের লাশ ময়না তদন্ত শেষে কোটচাঁদপুর শহরের পশু হাসপাতাল পাড়ার ভাড়া বাসায় পৌছায়। রোববার বিকাল ৩টার দিকে কোটচাঁদপুর সরকারী কেএমএইচ ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে গ্রামের বাড়ি কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়ার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168538
২৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪০
লোকমান লিখেছেন : যৌথ বাহিনী এভাবে কার কত মানুষ খুন করবে? মিডিয়া নিরব কেন? বিরোধী জোট এর উচিত কিছু একটা করা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File