ঝিনাইদহে বিস্তারিত কর্মসুচির মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নী (সাঃ) পালিত
লিখেছেন লিখেছেন টুটুল বিশ্বাস ১৪ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৯:৩৬ সন্ধ্যা
ঝিনাইদহ
ঝিনাইদহে সরকারী ও বেসকারী ভাবে ধর্মীয় ভাব গাম্ভির্য্যের মধ্য দিয়ে মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ শহরে র্যালী ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ শাখা সকালে শহরে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোট চত্ত্বর থেকে ইফা একটি র্যালী বের করে। র্যালীটি শহরের পোষ্ট অফিস ও পায়রা চত্বর হয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে ইসলমিক ফাউন্ডেশনের মিলনায়তনে উপ-পরিচালক সুলতান আহমেদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আ,ন,ম,আব্দুল্লাহ জাহাঙ্গীর। বিএনপি ঝিনাইদহের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। এদিকে ঝিনাইদহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা স্কুলের প্রধান শিক্ষক বেগম আফরোজা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক নাজমা সামাওয়াদ, সিদ্দীকুর রহমান, রেজাউল হক, আলমগীর হোসেন, আতাউর রহমান, মাহবুবা ইসলাম, নুর মমতাজ, ইমরান হোসেন, এবিএম হাফিজুর রহমান, রোকেয়া, সালমা ও মরিয়মসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়: বিবিধ
১০১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন