ঝিনাইদহে ককটেল ও পর্ন ভিডিওসহ সন্ত্রাসী আটক
লিখেছেন লিখেছেন টুটুল বিশ্বাস ১৩ জানুয়ারি, ২০১৪, ০৪:২৯:৪৭ বিকাল
ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার কচাতলা এলাকায় অভিযান চালিয়ে রোববার বিকালে র্যাব-৬ এর সদস্যরা ইউনুস আলী নামে এক সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় র্যাব তার বাড়ি থেকে তিনটি ককটেল, দুইটি রামদা, বোমা তৈরীর সরঞ্জাম ও পর্ন ভিডিও উদ্ধার করেছে। আটক ইউনুস আলী একই পাড়ার কাঙ্গালে হায়দারের ছেলে। ঝিনাইদহ র্যাব-৬ এর অধিনায়ক মেজর হাবিব জানান, গোপন সুত্রে খবর পেয়ে রোববার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় অভিযান চালায়। তিনি আরো জানান, অভিযান কালে সন্ত্রাসী ইউনুস আলীকে তার বাড়ি থেকে তিনটি ককটেল, দুইটি রামদা, বোমা তৈরীর সরঞ্জাম ও পর্ন ভিডিওসহ আটক করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, আটক ইউনুস আলী ঝিনাইদহ শহরে চাঁদাবাজী, সন্ত্রাসীসহ নানা অপরাধ কর্মকান্ডের সঙ্গে যুক্ত। গত বছর ইউনুস আলী ও তার চার সহযোগী দিনেদুপুরে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষন করে তা ভিডিওতে ধারণ করে। ধর্ষন মামলায় ইউনুস জামিনে আছে। এ ব্যাপারে ইউনুস আলীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন