এক মজার সালিসী
লিখেছেন লিখেছেন সুমাইয়া বিনতে আফসারী ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:১০:৪৮ দুপুর
বন্ধুরা, আজ এক মজার সালিসীর কথা তোমাদেরকে শোনাব।
ঘটনাটি ঘটে ছিলো অনেক অনেক আগে। রসুল(সাঃ)- এরও বহু আগে। এ ঘটনাটির বর্ণনা দিয়েছেন রসুল(সাঃ) নিজেই।
বহু আগের পৃথিবীতে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির কাছ থেকে ক্ষাণিকটা জমি কিনেছিলো। জমি ক্রয়কারী ব্যক্তি কিছুদিন পর যখন চাষাবাদের জন্য জমি খুড়লো তখন ঐ জমি থেকে সে স্বর্ণ ভর্তি একটি কলস পেলো।
কি ভাবছো?
কলস ভর্তি স্বর্ণ পেয়ে লোকটি অনেক খুশী হয়েছে,তাইনা??
কিন্তু না,,সে কলস ভর্তি স্বর্ণ পেয়ে একটুও খুশি হলোনা। বরং হয়ে গেল বিপরীত।
লোকটি ভাবলো, আমি তো কিনেছি জমি, সোনার কলস তো কিনিনি, এটাতো জমিনের আসল মালিককে ফেরৎ দেয়া উচিৎ।
একদিন তাই সে জমি বিক্রেতার কাছে গিয়ে বললো, " আমি তো ভাই তোমার জমি কিনেছি, সোনা ভর্তি কলস কিনিনি। তুমি এটা ফেরৎ নিয়ে নাও।"
বিক্রেতা বললো, "আমি তো তোমার কাছে জমি এবং তাতে যা কিছু রয়েছে সব বিক্রি করেছি। এ সোনা ভর্তি কলস তোমার।"
কিন্তু কি আশ্চর্য!! জমিন ক্রেতা সোনা ভর্তি কলস নিতে রাজী নয়। বিক্রেতাও সোনার কলস ফেরৎ নিতে রাজী নয়। অবশেষে তারা দু'জনই বললো, "চলুন আমরা একজন সালিসের কাছে যাই, দেখি তিনি কি ফয়সালা দেন।"
তারপর তারা দু'জনই হাজির হলেন এক সালিসের কাছে। তারা খুলে বললেন ব্যাপারটি, বললেন, "ভাই আপনি এর একটা ফায়সালা করে দিন।" ফায়সালাকারী তাদের কথায় রাজী হলেন। তিনি তাদেরকে জিঙেস করলেন, আপনাদের কি কোনো সন্তান আছে?" একজন বললো, আমার একটি ছেলে আছে। অপরজন বললো, আমার একটি মেয়ে আছে। তাদের কথা শুনে এবার সালিস বললেন, তাহলে তো বেশ ভালোই হলো। আপনার মেয়েটিকে ওনার ছেলেটির সাথে বিয়ে দিয়ে দিন এবং স্বর্ণ থেকে কিছু বিয়ের খরচ করুন এবং বাকি অংশ ওদের দিয়ে দিন।
এমন সুন্দর ফায়সালা থেকে দু'জন ব্যক্তি ই ভীষন খুশি হলেন। ওদের বিয়ে হয়ে গেল বেশ ধুমধামে। এভাবে সৎ ইচ্ছের প্রতিফলস্বরুপ আল্লাহ তাদের উপর রহমত নাজীল করলেন।
কি বলো বন্ধুরা, আমরা যদি পরিবার, দেশ সহ পৃথিবীর বড় বড় নেতারা এমন ভাবে পর সম্পত্তির উপর লোভ না করি তাহলে দেশে দেশে এমন রক্তপাত হবে না। তাই এমন সৎ ব্যক্তি ইচ্ছা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে।
বিষয়: বিবিধ
১৬১২ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ। খুবই ভাল লেগেছে।
দেখতে পাই।
মন্তব্য করতে লগইন করুন