বাহ!! কি দারুন দেখা গেলো!!!

লিখেছেন লিখেছেন সুমাইয়া বিনতে আফসারী ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৪:৪৫ সকাল

ইজতিমাতে লক্ষ মুমিন

মুসলমানের ঢল,,

অথচ তারি পাশেই চলছে দ্যাখো,

আনারকলি সিনেমাহল!!

অশ্লীলতার প্রদর্শনী

নিত্য প্রতিদিন,

এরা নাকি ইসলামিষ্ট

হায় আল্লাহ!! কোথায় যাই!!

এটা কেমন দ্বীন!!

এক পাশেতে মুনাজাত

অন্যপাশে ঢং,

পান্জাবী ও জুব্বা গায়ে

ধরেছে যেন ভং !!

তা না হলে ওরা যদি সত্যি

হতো মুসলমান,

শয়তানী ঐ আড্ডাখানা

এক নিমিষেই

করতো যে খানখান!!

চোখের সামনে নগ্ন নাঁচন

কেমনে তারা সয়,

এত্তো মানুষ কত্তো মুমিন

তারা কেউ না

কিছু কয়!!

বলবে কি বলো!!

বললে সোজা বন্ধ হবে

ইজতিমার ঐ মাঠ,

আগে নাঁচন,পরে আল্লাহ

এটাই দেশের পাঠ!!

একবার হয়েছিল কি জানো?

ইজতিমার সব মুসল্লীরা

হলটির নিন্দা করেছিলো,

কাহিনীটা শোনো,

হয়নি তো তাই ইজতিমাই

পরের বছর বন্ধ থেকেছিলো!!

বলবো কি যে

পাইনা ভেবে

কোন দেশেতে বাস!!

গুরু-গোষ্ঠীর নেই কোনো দাম

সংখ্যালঘুর চাষ!!

এমন দেশে জন্মেছি ভাই

হয়ে মুসলমান,

মসজিদেরই পাশে চলে

নগ্ন নাঁচন,গান!!

ভালো!! ভালো!!

হয়নি কিছুই

সবাই নিজের মতোই চলো,

ঈমান আমল

নেই প্রয়োজন

মরার পর জান্নাতে গেলেই হলো!!

বাহ!! কি দারুন দেখা গেলো!!!

বিষয়: বিবিধ

১৫৪৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171827
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৬
egypt12 লিখেছেন : এরা ভদ্র মুমিন তাই সংঘাত চায় না...তাই এরা আলেম-জালেম সবার প্রিয়
171834
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৫
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : হুম..…ধন্যবাদ।
171840
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : এ দেশের ম্যাক্সিমাম মুসলমান লোক দেখানো মুসলমান ।

জুম্মার নামাজে যায় খুব ফ্যাশন করে । কিন্তু সপ্তাহের বাকী ৩৪ ওয়াক্ত নামাজ মসজিদে পড়া তো দূরের কথা , বাড়িতেই নিয়মিত পড়ে না ।

ইজতেমার মোনাজাতেও দূরদূরান্ত থেকে এদের খুব আগ্রহের সাথে যেতে দেখা যায় , কিন্তু বাড়ির পাশের মসজিদে যেতে তাদের সময় হয় না ।

পাশের সিনেমা হলে যদি জিসম ২ চলে তখন দেখা যাবে যে মোনাজাত তাড়াতাড়ি পড়ার জন্য হুলস্থুল করছে , পাছে না আবার শো মিস হয়ে যায় । দেখা যাবে জিসম ২ এর দর্শকদের মধ্যে সিংহ ভাগই মোনাজাতে আশা মুসল্লীরা (!) ।

এরাই সেই মুসল্লী যারা শাহরুখের কনসার্ট দেখার জন্য ৫-২৫ হাজার টাকা/পার্সন টিকিট কাটে , কিন্তু পাড়ার মসজিদে ২ টাকাও দান করতে চায় না ।এরাই সেই মুসল্লী যারা ঘন্টার পর ঘন্টা ল্যাপটপ চালিয়ে নামাজ কাজা করে ফেলছে ।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৪
125653
ইমরান ভাই লিখেছেন : আপনার কমেন্টেসের মূল্য ১৫০,০০০ টাকা।


টাকা বুঝে নেন।
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৯
125684
হতভাগা লিখেছেন : শুকরিয়া ।

৫ টা বান্ডিলের প্রতিটাতে কি ১০০ টার পরিবর্তে কি ৬০ টা আছে ?
171854
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
171874
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩৫
আমি মুসাফির লিখেছেন : তাবলীগদের চেন্তা চেতনা কেন এমন হলো জানিনা। কষ্ট হয় তাদের কার্যকলাপে।
171922
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪২
ইমরান ভাই লিখেছেন : আল্লাহ আমাদের এই মুসলিম ভাইদের বোঝার তাওফিক দিন। আমিন।
আর আমাদেরকে সরল পথ দেখা।আমিন।
জাজাকাল্লাহু খাইর।
171991
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫২
সিকদারর লিখেছেন : অনুগ্রহ করে এই লেখাটি পড়ুন..তোমরা যারা অন্যার সমালোচনায় দিন গুজরান কর
171992
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ Rose Praying
172129
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনিতো অনেক সুন্দর লিখেন Applause Thumbs Up Bee Rose যাজাকিল্লাহু খাইর Praying Praying
১০
172131
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : "ভাল লাগছেনা!! অন্যদিন লিখবো!!" এটা কি? এটা মানি না, মানবো না। প্রতিদিন যখনই সময় পান লিখতে হবে।

এটা হারিকেন ভাইয়া'র দাবী, মনে থাকবে তো?
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৬
127434
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : হুম…চেষ্টা করব…
১১
172170
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৫৯
দ্য স্লেভ লিখেছেন : তাদের নীতির সাথে বাংলাদেশের পররাষ্ট্র নীতি শতভাগ মিল আছে। সংবিধানে লেখা আছে পররাষ্ট্রীয় নীতি হল-কারো সাথে শত্রুতা নয়,সবার সাথেই বন্ধুত্ব !
১২
172199
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
পবিত্র লিখেছেন : নিজেরা ফেসবুক আর ব্লগ, নেট নিয়ে পরে থাকবেন!!
ইজতেমার মানুষ দেখলে তাদের নিয়ে টানাটানি করবেন!!

এইকি আপনাদের কাজ!?? দেশের জন্য নিজেদের দায়িত্ব বলতে কি কিছুই নেই!?

আগে নিজেকে দেখুন পরে অন্যের দোষ নিয়ে টানাহেঁচড়া করিয়েন।
১৩
172282
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৩
আওণ রাহ'বার লিখেছেন : (সাদাচোখে ভাইয়ের একটা মন্তব্য আপনার এই লিংকে আছে এই ছোট ভাইটির আবদার একবার পড়বেন সাদাচোখে
লিখেছেন : ভাই, এ
লিখা যদি আপনার
গবেষনা কর্ম হয়
কিংবা সংগ্রহ করে সৎ
উদ্দেশ্য এ ব্লগে শেয়ার
করে থাকেন -
তবে আমি বলবো আল্লাহ যেন আপনার
বুঝার শক্তি বাড়িয়ে দেন,
যাতে আপনি এ জাতীয়
লিখা কোথায় শেয়ার করলে পর -
ইসলাম ও মুসলিম উম্মাহর উপকার হবে -
তা সহজে বুঝতে পারেন। আর
যদি মুসলিমদের মধ্যে বিবেধ
বিসংবাদ উসকে দিয়ে তাদের
নির্মূলের এজেন্ডা হিসাবে এ পোষ্ট
দিয়ে থাকেন - তবে তার প্রতিদান ও
যেন আল্লাহ আপনাকে দেন।
একজন লিটারেলী ইসলামে নিরক্ষর
মানুষ হিসাবে, বিশ্ব পরিবেশ
পরিস্থতির আলোকে - আপনার
লিখা পড়ে আমার ব্যক্তিগত অনুভব
হলঃ আপনি যদি পজিটিভ
ভাবে ইসলামের খেদমত করতে চান -
তবে ইসলামের শত্রুকে যথার্থ
ভাবে আইডেন্টিফাই করুন
এবং তাদের স্বরূপ জনমানুষের
সামনে তুলে ধরুন - যাতে আর একজন
মেয়ে ও তার বাপ মা কে না মারে,
যাতে আর একজন শিক্ষক ও তার
ছাত্রীকে রেইপ না করে, যাতে আর
একটা মেয়ে ও দেহ
প্রদর্শনীতে আগ্রহী না হয়
কিংবা পসারিনী না হয়,
যাতে মুসলমান পরিচয় দিয়ে আর কোন
মানুষ মুজিবকে পূজা না করে,
দূর্গাকে ধরাধামের ফসলের
দেবতা বলে বাহাবা কুড়াতে পারে,
যাতে আর একজনও নিরাপরাধ, ক্ষুধার্থ,
নিরস্ত্র মানুষ ধর্মনিরপেক্ষ মুসলমান
নামধারী রাষ্ট্রনায়কদের বুলেটের
আঘাতে, লাকড়ির
বাড়িতে কিংবা বুট জুতার
লাথি খেয়ে পরপারে পাড়ি দিতে
হয় কিংবা আজীবনের জন্য পুংগ হয়,
যাতে সাধারন মুসলমানকে নাটক আর
বিজ্ঞাপনের
নামে সিস্টেমেটিক্যালী কুফরী
শিরকী শিক্ষা নিতে না হয়
কিংবা করতে হয়,
যাতে কোমলমতি বাচ্চাদের
শিখতে না হয় মূর্তির
নামে উৎসর্গী কৃত পশু হালাল,
যাতে কোন মানুষ তার ব্যক্তিগত
বিশ্বাস ও বিশ্লেষনের জন্য জেল
না খাটতে হয়, যাতে কোন
বিচারপতির মুখ দিয়ে আর না বের হয়,
'সত্য কোন ডিফেন্স নয়'।
আর যদি ইসলামের
নামে পাবলিকলী কাজ করে এমন
কোন প্রতিষ্ঠান তা তাবলীগ, পীর,
হেফাজত, জামাত, শিবির, শাসন তন্ত্র
কিংবা যে কোন নামের
সংগঠনি নিয়ে কিছু লিখতে চান -
তবে দয়া করে ঐ
বিষয়াদি নিয়ে লিখুন -
যাতে আপনার ও তাদের
মধ্যে কোথায় কোথায় মিল আছে,
কোন কোন বিষয়ে আপনি তাদের জন্য
এক পা এগুতে পারবেন
কিংবা আপনার জন্য
তারা এগুতে পারবে, সহযোগীতার
জায়গা গুলো নিয়ে লিখুন। আর কোন
বিষয়ে স হ্য না হলে -
তা দয়া করে তাদেরকে সরাসরি
লিখুন,
সামনা সামনি দেখা করে ব্যআখ্যা
চান - দ্য়া করে আর ইসলামের শত্রুর
কাছে আপনাকে আমাকে আরো ১০০
টা ভাগে ভাগ করে খুন হতে দেবেন
না, আহত হতে দেবেন না, অপমান
অপদস্থ হতে দেবেন না।
ধন্যবাদ - ভাল মানুষ হলে আল্লাহ
আপনার বিচার বিশ্লেষন করার
শক্তি আরো বাড়িয়ে দিক - এই
প্রার্থনা করি।
বিস্তারিত দেখুন http://www.bdtoday.net/blog/
blogdetail/detail/5608/sazzadreal/25179)
আল্লাহ আমাদের আমাল করার তৌফিক দিন। আমীন
১৪
172794
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০২
ডক্টর সালেহ মতীন লিখেছেন : সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ।
১৫
173906
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪৪
সিটিজি৪বিডি লিখেছেন :
ভালো লাগলো
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৭
127435
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : উমম…

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File