হাসিনা নানুর জন্য একটি কবিতা
লিখেছেন লিখেছেন সুমাইয়া বিনতে আফসারী ০৯ জানুয়ারি, ২০১৪, ১২:১০:১৮ দুপুর
নানু তুমি অনেক পাজী
ভীষণ ভারী দুষ্টু,
এতো রক্ত খেয়েও তুমি
হওনা কেন তুষ্টু?!
রক্ত খেয়ে,খেয়ে তুমি
চোখ করেছো লাল,
মোদের প্রিয় দেশটার
করেছো এ কি হাল!
নিত্যদিনি মারছো মানুষ
মারছ শিশু নারী,
মানুষ মেরে রক্ত খেয়ে
গড়েছো তুমি ইয়া বড় এক ভূড়ি!
সত্য কথা বললে তুমি
রাক্ষস হয়ে যাও,
ধরে ধরে সত্যবাদী
গাপুস গুপুস খাও!
তোমার মতো পাজী মন্ত্রী
আমরা আর চাইনা,
পেলে তোমায় বকে দিতাম
কিন্তু তোমায় পাইনা।
আচ্ছা, শোনো তুমি আমার
একটি কথা রাখো,
লোভ-লালসা, হিংসা ভুলে
সবার সাথে
মিলেমিশে থাকো।
কিন্তু তুমি আমার কথা
কেন শোনোনা,
হিংসুকের হয় করুণ পরিণতি
তুমি কি তা জানোনা?
বুঝছি তোমায় জ্বীন ধরেছে
জ্বীন ছাড়াবো আমি ,
ঝাড়ুপেটা করতে হবে
এদিক আসো তুমি।
ঝাড়ু তোমার কপালে মারলেই
জ্বীনটা চলে যাবে,
অশান্তিত আর কষ্টে ভরা দেশটা আমার
আবার শান্ত হবে।
শান্তি সুখে ভাসবে স্বদেশ
বাজবে খুশীর বীণ,
দুঃখ কষ্ট দুনীতি যে
হবে পুনঃলীন।
বিষয়: সাহিত্য
১৪৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন