সুশীল সমাজের নারীরা আসলেই পণ্য।

লিখেছেন লিখেছেন সত্যের প্রতিফলন ০৮ জানুয়ারি, ২০১৪, ১০:৪৪:০৭ সকাল

সুশীল সমাজের নারীরা দাবী করে তারা স্বাধীন, তারা বন্দী জীবন যাপন করে না, স্বাধীনতা ভোগ করে। যেমনটা আমরা ইউরোপ-আমেরিকার নারীদেরকে দেখে থাকি। তারা নাকি স্বাধীন।কিন্তু একথা সত্য নয়, বস্তুত ঐ সমাজের নারীরা আসলে পণ্য। শুনে অবাক লাগতে পারে কিন্তু সত্য কথা হচ্ছে তারা আসলেই পণ্য।

তার প্রমান আমি এই পোষ্টে উপস্থাপন করব ইনশাল্লাহ।

* এয়ার হোস্টেস হিসেবে যে সমস্ত নারীদের নিয়োগ দেয়া হয় সে সকল নারীর কি কি যোগ্যতা থাকতে হয়? বেশীরভাগ ফ্লাইটের এয়ার হোস্টেস হিসেবে নারীদেরকেই নিয়োগ দেয়া হয়। এয়ার হোস্টেস হিসেবে শুধুমাত্র সুন্দরী রমনীদের-ই নিয়োগ দেয়া হয়। এছাড়াও এয়ার হোস্টেস হিসেবে কোন বিবাহিত নারীকে নিয়োগ দেয়া হয় না। কোন মেয়েকে নিয়োগ দেয়ার পর তাকে শর্ত দিয়ে দেয় যে- আপনি আগামী ৫ বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না। কোন নারীর বয়স ৩৫ ঊর্ধ্ব হয়ে গেলে তাকে আর রাখা হয় না। কোন নারী সন্তান প্রসব করার কারনে যদি তার ফিগার নষ্ট হয়ে যায় তবে তাকে আর রাখা হয় না। আর এয়ার হোস্টেস হিসেবে কোন কুৎসিত/ কালো চেহারার নারী কখনোই আপনি দেখবেন না। কেন এই বৈষম্য? এটা আসলে কাস্টমারদের আকৃষ্ট করার একটা কৌশল। এভাবে তারা নারীকে পণ্য বানিয়ে গ্রাহক আকৃষ্ট করছে। সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* বিভিন্ন পণ্যের টিভি অ্যাডে নারীদের দিয়ে উপস্থাপন করা হয়। এটি কেন করা হয়? যাতে গ্রাহককে আকৃষ্ট করা যায়। এমন কি পুরুষের ব্যবহৃত পণ্যের টিভি অ্যাডেও নারীদের দিয়ে উপস্থাপন করা হয়। একটি রেজারের অ্যাডে একটি নারীর কি ভুমিকা থাকতে পারে? সেই অ্যাডে একটি হাটু বের করে পুরুষের গালে হাত না বুলাতে সেই রেজারের গুনাগুণ বোঝা যায় না। তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* একটি পুরুষের বডি স্প্রে-র অ্যাডে অর্ধনগ্ন নারীরা কুকুরীর মত উম্মাদ হয়ে যায় কেন? জি এটা-ই ঐ বডি স্প্রে কে জনপ্রিয় করার কৌশল। এভাবে নারীকে দিয়ে ব্যাবসা করা হয়। তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* একটি আচারের অ্যাডে নারীর ঠোঁটকে কেন এত জুম করে দেখানো হয়, তাহলে আঁচারের স্বাদ বেড়ে যায়? নারীকে ছাড়া কি অ্যাড হয় না? তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* যারা টিভি-সিনেমায় অভিনয় ঐ মেয়েদেরকে কেন রূপ-সৌন্দর্য্য দেখে বেঁছে বেঁছে নেয়া হয়? কালো/কুৎসিত মেয়েরা কি অভিনয় পারে না? তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* একটি সুন্দরী মেয়ে কোন একটি ভাল চাকুরী পেতে গেলে ঐ প্রতিষ্ঠানের পুরুষ মালিকের মন জয় করে চলতে হয়, কখনো কখনো দেহ পর্যন্ত ভোগ করতে দিতে হয়, এভাবে সে নিজের দেহের বিনিময়ে একটি ভাল চাকুরী পেল। তাহলে সে কি নিজেকে পণ্য হিসেবে বিলিয়ে দিল না? তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* একটি সাবান বা বডি লোশনের অ্যাডে ঐ প্রোডাক্টটির জন্য মানুষের মনোযোগ পেতে একটি নারীকে দেখানো হয় বিবস্ত্র অবস্থায় বাথট্যাবে গোসলরত অবস্থায়, অথবা অর্ধনগ্ন অবস্থায় শরীর ঘষামাজা করতে দেখা যায়, তাহলে তাদের শরীর-কে কি পণ্য হিসেবে ব্যাবহার করা হচ্ছে না?

* টেনিস বা বিভিন্ন খেলায় নারীদের পোশাক এত স্বল্প থাকে কেন? তাদের দেহ দেখানো কেন হবে? পুরুষ খেলোয়াররা তো ঠিক-ই শরীর ঢেকে রাখছে। তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* IPL এর মত খেলায় খেলোয়াররা যখন ৪/৬ হাঁকায় তখন কেন স্বল্প বাসনা মেয়েরা এত স্বল্প পোশাকে তাদের দেহ দেখায়? তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

* নারী স্বাধীনতার আইকন পশ্চিমা দেশ গুলো, অর্থাৎ যে দেশ গুলোতে নারী স্বাধীনতা সু-প্রতিষ্ঠিত ঐ দেশের একটা মেয়েও যৌবনে পৌছার পূর্বে নিজের সতীত্ব হারায় নি এমনটা আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ! তাহলে এর নাম-ই কি নারী স্বাধীনতা। এটা আসলে কৌশল। কৌশলে নারী স্বাধীনতার নামে নারীদেরকে ঘর থেকে বের করে তাদের দেহ ভোগ করা-ই হচ্ছে আসল উদ্দেশ্য। নারী স্বাধীনতা নারীকে পর্দা করতে না দেয়া, পর্দাকে হেয় করা এবং নারীর স্বল্প বস্ত্র পরিধানে নারীকে উৎসাহিত করে নারীকে সর্বদা পুরুষের জন্য লালসার পণ্য করে পুরুষের সামনে ঘুর ঘুর করে নারীকে চলাচলে উৎসাহিত করা হয়। তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?

আসলে নারী স্বাধীনতা মানে হচ্ছে নারীকে স্বল্প বস্ত্র পরিধান করিয়ে সর্বদা ভোগ করা। এবং প্রয়োজনে সম্পূর্ণ বিবস্ত্র করে ভোগ করা। আমেরিকার মত দেশ কোন পুরুষ কোন নারীকে ভোগ করার ইচ্ছা করলে তাকে জোর পূর্বক ভোগ (ধর্ষণ) করতে পারে। আর এজন্য ঐ পুরুষকে কোন শাস্তি-ই দেয়া হয় না। আদালতে বলা হয়- ঐ পুরুষটি তো প্রথমবার করেছে তাই তাকে মাফ করা হল। এভাবে ঐ পুরুষটি আরো ৮/১০ জন নারীকে জোর পূর্বক ভোগ করার পর তার হয়তো ৬ মাস বা সর্বচ্চো ১ বছর শাস্তি আদালত দিয়ে থাকে তাও সেটা খুব কম-ই ক্ষেত্রেই কার্যকর হয়ে থাকে।

* নারী স্বাধীনতার আইকন ইউরোপ-আমেরিকার মত দেশ গুলোতে পর্ণ ইন্ডাস্ট্রি নামে আলাদা ইন্ডাস্ট্রি-ই থাকে। সেখানে কি তারা নারীদের স্বাধীনভাবে বিক্রি করছে না? তাহলে সুশীল সমাজের নারীরা কি পণ্য নয়?নারী স্বাধীনতার নামে নারী দেহ ভোগের এই ব্যাপারটি যখন কোন পশ্চিমা নারী বুঝে ফেলে তখন সে ইসলামের ছায়াতলে আশ্রয় নেয়, আর এ কারনেই পশ্চিমাদর মধ্যে যারা ইসালাম গ্রহণ করছে তাদের দুই-তৃতীয়াংশই নারী।

পক্ষান্তরে ইসলামের ছায়াতলে নারীরা কতটা সুরক্ষিত বাস্তব প্রমান দেখুন নিচের পোস্ট গুলোতে-

(ঐ পোস্ট গুলোর লিংক কমেন্টে বক্সে দেয়া হল।)

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File