♦ আমেরিকার এক বিচারকের কাহিনী ♦
লিখেছেন লিখেছেন উম্মে হাবিব ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩১:২৯ রাত
♦ আমেরিকার এক বিচারকের কাহিনী ♦
বিচারক
এক বৃদ্ধ চোরকে বললেনঃ
আপনার বিরুদ্ধে একটি রুটি চুরির অভিযোগ আছে।
আপনি কি চুরি করেছেন?
বৃদ্ধঃ অভিযোগ সত্য।
হ্যাঁ, আমি চুরি করেছি।
কারণ, আমি খুবই ক্ষুধার্ত ছিলাম।
চুরি ছাড়া কোন উপায় ছিল না আমার।
বিচারকঃ আইন অনুযায়ী আপনার উপর ১০ ডলার
জরিমানা করা হলো।
একটু পরে বিচারক নিজের পকেটে হাত দিয়ে ১০
টি ডলার বের করে বৃদ্ধকে দিয়ে বললেন,
নিন। আপনার কাছে তো ডলার নেই।
আপনি কি দিয়ে জরিমানা দিবেন।
এই ডলারগুলো দিয়ে জরিমানা শোধ করুন।
উপস্থিত সবাই হতবাক। নির্বাক।
সহসা বিচারক আরেকটি বিচারিক রায় প্রদান
করলেন।
উপস্থিত সবাইকে নির্দেশ দিলেন,
প্রত্যেকে এই বৃদ্ধকে ১০ ডলার করে প্রদান করুন।
কারণ,
আপনারা এ সমাজে স্বাচ্ছন্দপূর্ণ জীবন যাপন
করবেন,
আর এখানে এমন মানুষ থাকবে,
যারা না খেয়ে ধুকে ধুকে মরবে,
তা হতে পারে না।
তৎক্ষণাৎ উপস্থিতভাবে ৪৮০ ডলার উঠে যায়।
এভাবে একজন বিচারকের মানবিকতার
কারণে একজন
দরিদ্র বৃদ্ধ দারিদ্রের অভিশাপ থেকে মুক্ত হয়।
উপদেশঃ
আপনার ছোট্ট একটি পদক্ষেপই পারে
অনেক কিছু বদলে দিতে।
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পানি পচা করে রেখেছে। বিড়াল যতক্ষণ পানিতে ততক্ষণ আমাদের সব ভাল কাজের উদ্যোগ বৃথা যাবে।
পচা বিড়াল = সন্ত্রাসী খুনী ভারতের তাবেদার আওয়ামীরা যারা অস্ত্রের মাধ্যমে সরকার দখল করে আছে। সমাজকে কলুষিত করে রখেছে।
হায়রে ! ইহাও একটি কপি-পেস্ট পরিবেশনা ( একটু সংযোজিত)!
আর আমি কপি-পেস্ট দিতাম বলে মডারেশন আমাকে খুব কড়া নোটিশ দিয়েছিল ।
এখন দেখি লোম বাছতে কম্বল উজাড় হবার জোগাড় ।
সব পাখিই ( ব্লগারই) মাছ ( কপি-পেস্ট ) খায় ( দেয়) , দোষ হয় মাছরাঙ্গা (হতভাগা) র
সুন্দর উপদেশমূলক ঘটনা।
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন