পানির অপর নাম জীবন । ইসলামের অপর নাম শান্তি ।
লিখেছেন লিখেছেন উম্মে হাবিব ২৮ জানুয়ারি, ২০১৪, ০১:২৫:৫১ রাত
পানির অপর নাম জীবন । ইসলামের অপর নাম শান্তি ।
যারা ভীত সন্ত্রস্ত হয়ে ইসলামের অনেক গুরুত্ব পূর্ন ফরজ কাজ গুলো করছেন না । কারন হিসাবে জানান দেশের শয়তানদের শয়তানী থামলে পরে আবার করব।
আমার প্রশ্ন ,পানির অপর নাম জীবন । আর সেই পানি প্রান করা , পানিতে গোসল ,অজু বা অন্যান্য পানির ব্যবহার কাজ করতে গেলে সর্দি কাশি পানিবাহিত রোগ বা পানিতে ডুবে মরা সহ অনেক জীবন নাশক অনেক ভয় থাকে । তাই বলে আমরা পানির ব্যবহার তো বন্ধ রাখছি না । কারন তা হলে আমিই নোংরা আবজর্নার স্তুপের মত অপরিচ্ছন্নতায় হারিয়ে যাব ।
তেমনি ইসলামকে ভালবাসলে আর আল্লাহর কোরানের বিধান মেনে চলতে গেলে তো শয়তানের সাথে প্রতিনিয়ত মুখামুখি সংঘর্ষ হবেই । তাই বলে কি আমি ইসলাম থেকে দূরে সরে গিয়ে নিজেকে হেফাজত করতে পারব ? মুসলমান হিসাবে নিজের ঈমান ধরে রাখতে পারব ? এতে পরোক্ষ ভাবে শয়তানের দোষ হিসাবে তাদের তালিকায় নিজের নাম লিখে দিলাম । শয়তানদের শয়তানী কিয়ামত পর্যন্ত চলবে ।কিন্তু আপনি আমি তো সেই পর্যন্ত হায়াত পাবো না ।
তাই আসুন আমরা আল্লাহর সাহায্য চেয়ে শয়তানের শয়তানী থেকে আল্লাহর সাহায্য চেয়ে আমাদের জীবন এর সব ব্যাপারে য়াল্লাহর উপর ভরসা করে উনার দায়িত্ব রেখে কোরানের পথে পথ চলা শুরু করে দি । কারন আমাদের কে আখিরাতে আল্লাহর মুখাপেক্ষি হতেই হবে । কারন
পানির অপর নাম যেমন জীবন । তবে তা বিশুদ্ধ পানি হতে হবে ।
আর ইসলামের অপর নাম শান্তি । তবে তা কোরান আর সুন্নাহর আলোকে হতে হবে । ইনশাল্লাহ আল্লাহ আমাদের কাফেরদের মুকাবিলায় সাহায্য করবেন ।
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুরা ৯:২৯ ; তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে।
ভালো লাগ্লো...
আগে ছিল । এখন নতুন জিনিস আবিষ্কার হয়েছে ।
জীবন মানে
মন্তব্য করতে লগইন করুন