অদৃশ্য আল্লাহর দৃশ্যমান কোরান বলেন, " আল্লাহ আমাদের সাথে আসেন" ।
লিখেছেন লিখেছেন উম্মে হাবিব ২৭ জানুয়ারি, ২০১৪, ০২:২৮:২৪ দুপুর
আল্লাহর দৃশ্যমান কোরান বলেন, " আল্লাহ আমাদের সাথে আসেন" ।
আল্লাহ আমার সাথে আসেন ।
"হে নবী! আমার বান্দা যদি তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তাহলে তাদেরকে বলে দাও , আমি তাদের কাছেই আছি ৷ যে আমাকে ডাকে আমি তার ডাক শুনি এবং জবাব দেই, কাজেই তাদের আমার আহবানে সাড়া দেয়া এবং আমার ওপর ঈমান আনা উচিত একথা তুমি তাদের শুনিয়ে দাও, হয়তো সত্য-সরল পথের সন্ধান পাবে" ৷ সুরা বাকারা ১৮৬
যদিও আমরা আল্লাহ কে দেখতে পাই না এবং ইন্দ্রিয়ের সাহায্যে অনুভবও করতে পারি না তবুও আল্লাহকে আমাদের থেকে দূরে মনে করা উচিত নয়। াল্লাহ উনার প্রত্যেক বান্দার অতি নিকটেই অবস্থান করছেন। যখনই আমরা যা চেয়ে আল্লাহর কাছে আর্জি পেশ করতে পারি। এমনকি মনে মনে বা অতি সংগোপনে আল্লাহর কাছে আমরা যা কিছু আবেদন করি তাও তিনি শুনতে পান। আর কেবল শুনতেই পান না বরং সে সম্পর্কে আল্লাহ সিদ্ধান্তও ঘোষণা করেন।
নিজেদের অজ্ঞতা ও মূর্খতার কারণে যে সমস্ত অলীক, কাল্পনিক ও অক্ষম সত্তাদেরকে আমরা উপাস্য ও প্রভু বলে গণ্য করছি তাদের পিছে আমাদের নিজেদের দৌড়িয়ে যেতে হয় এবং তারপরও তারা আমাদের কোন আবেদন নিবেদন তাদের স্বার্থ উদ্ধার করা ছাড়া শুনতে চায় না। আমাদের আবেদনের ব্যাপারে কোন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাও তাদের নেই।
অন্যদিকে আল্লাহ হচ্ছে এই বিশাল বিস্তৃত বিশ্ব-জাহানের একচ্ছত্র অধিপতি। সমস্ত সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্ব আল্লাহরই হাতে কেন্দ্রীভূত। আমাদের এতো কাছে আল্লাহ অবস্থান করছে যে, কোন প্রকার মাধ্যমে ও সুপারিশ ছাড়াই আমরা নিজেরাই সরাসরি সর্বত্র ও সবসময় আল্লাহর কাছে নিজেদের আবেদন নিবেদন পেশ করতে পারি।
কাজেই মুর্খতার বেড়াজাল আমরা ছিঁড়ে ফেলে আল্লাহর আনুগত্য ও আল্লাহর রাসুলের অনুসরন করতে পারি। আল্লাহ আমাদের যে আহবান জানাচ্ছে , সে আহবানে সাড়া দিয়ে নিজেদের কে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া কর্তব্য। আল্লাহর ও রাসুল সা এর আদর্শকে আঁকড়ে ধরে আল্লাহর দিকে ধাবিত হয়া উচিত ।
আল্লাহর ওপর নির্ভর করে মুমিন মুত্তাকিন হিসাবে উনার বন্দেগী ও আনুগত্য করে সিরাতুল মুস্তাকিমের পথে চলে আখিরাতের ভয়াবহ আযাব থেকে মুক্তির ব্যবস্থ্যা করে নিতে হবে। আমাদের কোরানের মাধ্যমে এই ধ্রুব সত্য জানার পর আমাদের চোখ খুলে সত্যের আলোর দিকে ফিরে আসা উচিত ।
আল্লাহ আমাদের সঠিক ও নির্ভুল কর্মনীতি অবলম্বন করার মাধ্যমে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির প্তহ দান করুন ।
ফেসবুক থেকে সংগ্রহ করা
বিষয়: বিবিধ
৩১৮১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসেন হবে , না আছেন হবে ?
মন্তব্য করতে লগইন করুন