নষ্ট সবই নষ্ট
লিখেছেন লিখেছেন মুসফিরা মারিয়াম ০৩ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৩:৩১ রাত
নষ্ট সমাজ, নষ্ট বাতাস, নষ্ট সবই নষ্ট,
নষ্ট তরুণ সমাজ নিয়ে আম’ জনতার কষ্ট
নষ্ট নেতা, নষ্ট এখন এই সমাজের চাকা
ভদ্রবেশী নষ্ট মানুষ, করছে পকেট ফাঁকা
নষ্ট বিবেক, নষ্ট হৃদয়, নষ্ট বাঁচার আশা,
নষ্ট জীবন, নষ্ট ভাষণ, নষ্ট ভালোবাসা।
নষ্ট লোকে, নষ্ট চোখে, নষ্ট করে চাষ,
নষ্ট নিয়েই ফেমাস নেতার কাটছে বারো মাস।
নষ্ট তেলে, নষ্ট বোলে, নষ্ট প্রতিশ্রুতি
পেটের দায়ে নষ্ট এখন বন্দনা-গান-স্তুতি-
নষ্ট এখন অক্সিজেন আর নষ্ট যে প্রশ্বাস
ধোঁকা খেয়ে নষ্ট হলো মানুষের বিশ্বাস।
বিষয়: সাহিত্য
১২৮০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্পষ্ট কথা বলে,
কষ্ট করে আবার এস,
যেওনাকো চলে৷
মন্তব্য করতে লগইন করুন