নকশী কাঁথার মতো
লিখেছেন লিখেছেন মুসফিরা মারিয়াম ০৩ জানুয়ারি, ২০১৪, ০৪:৩২:৪৫ বিকাল
আমার গাঁয়ের সবুজ আমায়
ডাকে আরো কাছে,
খালে-বিলে শাপলা ডাকে
ডাকে নদীর মাছে।
ধানের শীষে দোল দিয়ে যায়
মিষ্টি কোমল হাওয়া,
এসব দেখে মন ভরে যায়
এইতো পরম পাওয়া।
হেঁটে হেঁটে ক্লান্ত যখন
বসি ঘাসের বুকে,
নকশী কাঁথার মত লাগে
সুন্দর এই গ্রামটিকে।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার গাঁয়ে এস৷
নিমের ছায়ে মাদুর পেতে
আরাম করে বসো৷
আমড়া পেড়ে কামড়ে খেও
লবন নিয়ে হাতে৷
আমলকি আর হরিতকি
নিতে পার সাথে৷
মন্তব্য করতে লগইন করুন