রেকর্ড গড়ার স্বাধীনতা এবং জাফরিকবালদের মায়াকান্না!!
লিখেছেন লিখেছেন ডাক্তার রিফাত ২৩ মার্চ, ২০১৪, ১১:১০:৫৬ রাত
চারপাশেই বিশ্বরেকর্ড গড়ার ধুম পরেছে!কেও রেকর্ড করছে ১০বছর চুল না ফেলে,কেও করছে আজীবন নখ না কেটে,আবার কেউবা করছে মানব পতাকা/জাতীয় সঙ্গিত গেয়ে!আগে দেখতাম যারাই বিখ্যাত হয়েছেন তাদের কেউই রেকর্ডের পিছনে দৌড়ায়নি বরং রেকর্ডই তাদের পিছনে দৌড়িয়েছে।আর এখন সবাই যেন রেকর্ডের পিছনেই হন্যে হয়ে ছুটছে!সেই ধারাবাহিকতায় আজ ঐ লোমদাড়িওয়ালা কিছু পাগলের মত আমাদের সরকার,কিছু বেকুফ আর কিছু বুদ্ধিপ্রতিবন্ধীরাও দৌড়াচ্ছে বিশ্বরেকর্ডের পিছনে!
সেই লাখো কন্ঠে সোনার বাংলা গাওয়া বিশ্বরেকর্ড গড়ার অনুষ্ঠানে আবার টাকা দিচ্ছে আজন্ম রাজাকার(??)প্রতিষ্ঠান ইসলামি ব্যাংক!আর যাবা কই?শুরু হয়ে গেলো নাটকের আরেক অংশ।এ অংশের নাম মায়াকান্না!এমন কান্না দেখে নিজেও চোখের জল ধরে রাখতে পারছি না ।“স্বাধীনতা দিবস আসছে তাই মনটা ভালো ছিল, হঠাৎ করে দেখি মনটা ভালো নেই। স্বাধীনতা দিবসে লক্ষ মানুষ নিয়ে আমাদের প্রিয় জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' গাইব, এখন শুনছি সেই গান গাওয়ার জন্য টাকা দিচ্ছে জামায়াতে ইসলামীর নিজেদের ইসলামী ব্যাংক।”-জাফরইকবাল
অথচ এই ব্যাক্তি নিজে ইসলামি ব্যাংক এর পুরুষ্কার বিতরনি অনুষ্ঠানে উপস্থিত থাকে!নিজে কোর্টে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে সাক্ষী হয়েও সাক্ষী দিতে যায় না!কি বলবেন আপনি এদেরকে?যারা আজ মায়াকান্না দেখিয়ে তরুন প্রজন্মের মাথা খাচ্ছে!
সেই তিনিই আবার আমাদের গাইডলাইন দেয় জাতীয় সংগীতের কপিপেস্ট রাখার।“আমার পকেটে সবসময় এর কপি থাকে!” আমার প্রশ্ন জাতীয় সংগিত কি পকেটে রাখার বস্তু?নাকি অন্তরে ধারন করার বিষয়?
হে সুশীল(?) বিশ্ব আপনাকেই বলছি!পারলে রেকর্ড গড়ুন তো ঢাকা পৃথিবির সবচেয়ে পরিচ্ছন্ন নগরী হবে!অথবা লাখো মায়ের আত্মত্যাগের বিনিময়ে অর্জীত যে স্বাধীন দেশ সে দেশে আর কোনদিন কোন মা বোন ধর্ষিত হবে না!
আসুননা আমরা রেকর্ড করি এই দেশে আর কোন মায়ের সন্তান বিশ্বজিতের পরিণতি বরণ করবে না!আর আমরা কি পারি না রেকর্ড করতে বাংলাদেশ পৃথীবীর বুকে দূর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে সুপরিচিত হোক!হোক সন্ত্রাসমুক্ত!
বিষয়: বিবিধ
১৭০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক বলেছেন।
এই গানটা অনেক সুন্দর, পবিত্র,
কিন্তু দেশকে ভালবাসা শুধু গানের মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে বাস্তবভাবে ভালবাসা যায় এই পথটা হয়তো কেউ বলছেনা, সবাই এখন ইতিহাস গড়ার প্রত্যয়
আমাদের বর্তমান নারীরা যে গত ১৯৭১ সালের যুদ্ধের থেকেও যে বেশি ধর্ষিত হচ্ছে এই খবর কেউ রাখছে?, এখন ধর্ষিত হচ্ছে পিতা কর্তৃক সন্তান, ভাই কর্তৃক বোনের, ড্রাইভার কৃর্তৃক পেসেন্জারের, সব ক্ষেত্রে এখন যুদ্ধের চেয়ে বয়াবহ,
লাখ লাখ যুব ভাইদের বেকার রেখে যদি ঢুল আর বাজনা নিয়ে নাচা নাচি করেন তাহলে আপনাদের কার্যকলাপ দেখে গ্রেনেজবুক অব ওয়ার্লড আপনাদের স্থান দিতে পারে কিন্তু আমাদের বেকার ভাইদের চাকরী দিতে পারবেনা
মন্তব্য করতে লগইন করুন