তুমিই আমার শহর আমার ওফেলিয়া
লিখেছেন লিখেছেন রোদ ক্যানভাস ০৪ জানুয়ারি, ২০১৪, ০৭:০০:১৩ সন্ধ্যা
১
.
শহরে সন্ধ্যে হয় এখন নিয়নে বিশ্বায়ন
আমি স্বেচ্ছানির্বাসনে তোমার
আঁচলে আঞ্চলিক
যেদিকে দৃষ্টি যায় দেখি পণ্যসম্মোহন
আমি নেহাৎই পান্থজন ছড়াই
নরকে মাঙ্গলিক
যদি আমার এ গান শোনো কোন শহুরে সুধীজন
জেনো কোথাও রয়েছে এই শহরেই সবার
প্রানভ্রমর
যদি তুমিই হয়ে ওঠো এই শহরে আমার
ওফেলিয়া
তবে স্বেচ্ছানির্বাসন হোক আমার তোমার
চিলেকোঠায়
তোমার শরীরই হোক আমার পান্থশালা তুমিই
আমার শহর
তুমিই আমার শহর
২
.
তখন দুহাতে তোমার মুখ পদ্মপাতায় জল
সে জলে দৃষ্টি দিই সে মুখে দেখতে পাই
এই শহরের আকাশ তোমার দুচোখে আজ
থাকতে এসেছে দেখি দুচোখে তারার ঘর
এই শহরের নীড়ে কোন খালি ঘর নেই
৩
.
এখন শহরে সকাল হয় এখন নিয়মী উন্নয়ন
বিগত রাতনিয়ন এখন নেহাৎই সাংকেতিক
স্বেচ্ছানির্বাসনে ছেড়েছি পৌরসম্মেলন
নেহাৎই পর্যটক আমি পতিত অর্ফিউস
যদি আমার এ গান শোনো কোন শহুরে সুধীজন
জেনো জগৎআনন্দযজ্ঞে তোমরা সবাই
‘
ই লখীন্দর
যদি সবার নির্বাচনে সে হয় নগর
-
বেহুলা
যদি সবার দৃষ্টিস্খলন হলে তার
স্বেচ্ছাবিসর্জন
আমি কুড়োবো কাঠামো তোমার আমি পথিক
-
পৌত্তলিক তুমিই আমার শহর
তুমিই আমার শহর
৪
.
তখন দুহাতে তোমার মুখ মাটির দুচোখে জল
সে জলে দৃষ্টি দিই সে মুখে দেখতে পাই
কিশোরবেলার ঘাস তোমার দুচোখে আজ
যেখানে অবাক
-
চোখ ঘাসফড়িংয়ের ঘর
এই শহরের ভীড়ে কোন খালি ঘর নেই
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন