সৃষ্টিকর্তার বিচার
লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ১৪ জুন, ২০১৬, ১১:২৭:০৩ রাত
মাত্রই ঘুমিয়ে ছিল নাফিস, দড়জায় হাঁক এল দড়জা খোল, আঁচমকা ডাকে খানিকাটা হকচকিয়ে গেল সে। দড়জা খুলতেই দু'জন লোক নাফিসের হাত চেপে ধরে বললো আমরা থানা থেকে এসেছি চলো।
নাফিস সুবোধ বালকের মতই তাদের সাথে চলে গেল, থানায় যাবার পর থানার বড় কর্তারা প্রথমেই হাত বেঁধে পেটাতে বললো, দুজন কন্সটেবল পালা করে নাফিসকে পেটাতে লাগলো। কাঁঠ আর বাঁশের লাঠির আঁঘাতে নাফিস জ্ঞান হারিয়ে ফেললো, সকালে জ্ঞান ফেরার পর নাফিস হাত পায়ের দিকে তাকিয়ে রক্তের জমাটবাঁধা দেখে অঁঝরে কাদতে লাগলো।
সে ভেবে পেলোনা কেন তাকে এই নির্মম অত্যাচার করা হলো। দুপুরের দিকে নাফিসকে এক বছর আগের হরতালে গাড়ি পোড়ানোর একটি পেইন্ডিং মামলার অজ্ঞাত আসামী বানিয়ে, ৭সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে পাঠিয়ে দিল আরও বিজ্ঞ থানা পুলিশ। নিরহ ছেলে নাফিস হরতালের নাম শুনলে বাসা থেকে বের হয়না আর সেই ছেলে কিনা গাড়ি ভাঙ্গার আসামী।
জেলে অনেক কেঁদেছে নাফিস, বাসায় ঠিকমত নামাজ না পড়লেও জেলে নিয়মিত নামাজ পরে মোনাজাতে অন্যায়ভাবে যারা তাকে জেলে আনলো তাদের বিচার সৃষ্টিকর্তার কাছে দিয়েছে সে।
সৃষ্টিকর্তা বিচার করেছে কিনা নাফিস জানে না, দীর্ঘদিন জেলে থেকে জামিনে বের হয়ে শুনতে পেল, নাফিসকে ধরে আনা সেই পুলিশের প্রোমোশন হয়েছে................
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন। তিনি বিধান ও জ্ঞান দিয়েছেন। এ অনুযায়ী অআমরা চলব সেটাই বলেছেন। এরপর বিচার ফয়সালার জন্যে ডাকা হবে। অতএব সে বিষয়টি শিগ্রয়ই আসছে। তাড়াহুড়ার কিছু নেই ,পরিনাম প্রত্যেকেই পাবে। অবিশ্বাস করলেও সমস্যা নেই,অবিশ্বাসীরাও টের পাবে
মন্তব্য করতে লগইন করুন