কাকের বাসায় কোকিলের ডিম!

লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:০৫:১০ সকাল

তাসলিমার স্বামী আজ বাসায় নাই, তোর মটর সাইকেলটা দে,

আজ রাতটা তাসলিমার কাছে কাটাব|

কি বলছিস খুলে বল?

বন্ধু শাহিন বললো, আজ তাসলিমাদের বাসায় কেও নেই, তাসলিমা ফোন দিয়ে যেতে বলেছে|

ওর খুব ইচ্ছা, আমার বাচ্ছা জন্ম দেবে|

আজ সন্ধায় বন্ধু শাহিন, আমার মটর সাইকেলের চাবি চাইলে,

আমি বললাম, কোথায় যাবি?

তখন শাহিন এই কথাগুলো বললো|

তাসলিমাকে আমি চিনি, শাহিনের সাথে রং নম্বরে পরিচয় হবার পর,

আমি আর শাহিন, জিয়া উদ্দানে তাসলিমার সাথে দেখা করেছিলাম|

তখন তাকে দেখে এমনটা ভাবতেও পারিনি, তাসলিমা নিজেকে অবিবাহিত এবং ঢাকা ভার্সিটির ছাত্রী পরিচয় দিয়েছিল|

আজ জানলাম ও ঢাকা ভার্সিটির ছাত্রী ঠিক, কিন্তু বিবাহিত|

মোবাইলে ওরা মাঝে মাঝে কথা বলতো|

কিন্তু তাই বলে, ঘড়ে নিজের স্বামী থাকতে অন্যকারো সন্তান নিজের গর্ভে জন্ম দেবে?

ছিঃ নারী তুমি এত খারাপ?

এ যেন কাকের বাসায়, কোকিলের ডিম!!!

বিষয়: বিবিধ

১৬৭৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172800
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১০
বিন হারুন লিখেছেন : নারী খারপ নয় তাসলিমারা খারাপ, তাসলিমারা আন্দোলনের মুখে দেশ ত্যাগ করলেও, যারা তাসলিমাদের নাস্তিক বানিয়েছে তারা তাসলিমাদের ধর্ম বিরোধী সব কার্য্য পূরণ করে যাচ্ছে. তাই তাসলিমাদের সংখ্যা বেড়ে চলছে.
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫০
126440
হতভাগা লিখেছেন : '' নারীদের ছলনা ভয়ংকর '' - সূরা ইউসূফ
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১০
126461
বিন হারুন লিখেছেন : সব ছলনাই ভয়ঙ্কর, নারী নয়.
172845
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০২
মোহাম্মদ লোকমান লিখেছেন : সব নারী খারপ নয়।
172859
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০০
হতভাগা লিখেছেন : তাসলিমার স্বামী হয়ত রানই করতে পারছে না । বারবার চেষ্টা করেও হয়ত ১-২ রান করে , তবে বেশীক্ষণ পিচে থাকতে পারে না ।

তার স্বামী আবার অধিনায়ক । নামেও আবার টপঅর্ডারে । তার রান খরার কারণে দলেই ঠাঁই রাখা কঠিন হয়ে পড়েছে ।অধিনায়ক আছে বলেই রক্ষে ।

কিন্তু দলটাকে তো সন্মানজনক একটা রান করতে হবে !

তাই শাহিনের মত ইনফর্ম ব্যাটস্‌ম্যান দলে নেওয়া । শাহিনের ব্যাটের তান্ডবে স্বামী ব্যাট করার সুযোগ পেল না , ফলে সমালোচনাও এড়ানো গেল যদি গোল্লা মারতো ।

বাজে ফর্ম সত্ত্বেও স্বামী বেচারার অধিনায়কত্বও টিকে থাকলো শাহিনের বদৌলতে ।
172946
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
শফিউর রহমান লিখেছেন : হতভাগারা এভাবেই চিন্তা করে আত্মতৃপ্তি লাভ করার ব্যর্থ প্রয়াস পায়।
173590
০৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:১৭
অনীদ্র বাঙ্গালী লিখেছেন : হতভাগা, বলেছেন যথার্থই, কিন্তু নৈতিকতা বলেও তো একটা কিছু আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File