বেগানা কোন নারীর দিকে তাকিয়ে, যদি কেও ভাল চিন্তা করে, তাহলে নাকি গূণাহ হয় না
লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:১৯:১৩ সকাল
-হাঁ করে তাকিয়ে কি দেখছিস?
-দেখ দোস্ত, ঐ মাইয়াডা দেখতে ঠিক আমার ছোট চাচীর মত|
-তা তো বুঝলাম, কিন্তু চিন্তা করছিস কেন?
-আরে দোস্ত, মাইয়াডা দেইখাই চাচীর কথা খুব মনে পড়ছে, চাচী আম্রে কত আঁদর করে!
-আবার ও দিকে তাকিয়ে আছিস কেন? গাড়ির নিচে পরবি তো?
-দেখ দোস্ত, ঐ মাইয়াডা দেখতে আমার ছোট বোন আসমার মত|
-তাকিয়ে দেখবি দেখ, কিন্তু চিন্তা করিস কি নিয়ে?
-দোস্ত, মাইয়াডা দেইখাই, আসমার কথা মনে পড়ছে|
কত দিন আসমাকে দেখি না, কত আঁদড় করতাম আসমাকে!
*কিছু বন্ধুরা আছে, মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে|
জিগ্ঙাসা করলে এই সব আবেগী উত্তর দিয়া, প্রশ্ন যে করে তাকে মফিস বানিয়ে দেয়|
আচ্ছা ভাই, মা, চাচী, ছোট বোন, এদের মত দেখা যায়, তাই হাঁ করে তাকিয়ে অনেক কিছু ভাবো ঐসব মাইয়া দেখে|
এবার সত্যি কৈরা কও দেখি?
যে মাইয়াটা তোমার বউ এর মত দেখা যায়, সেই মাইয়াডা নিয়া কি ভাবো ?
বিষয়: বিবিধ
১৫২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন