বেগানা কোন নারীর দিকে তাকিয়ে, যদি কেও ভাল চিন্তা করে, তাহলে নাকি গূণাহ হয় না

লিখেছেন লিখেছেন অনীদ্র বাঙ্গালী ২০ জানুয়ারি, ২০১৪, ০৮:১৯:১৩ সকাল

-হাঁ করে তাকিয়ে কি দেখছিস?

-দেখ দোস্ত, ঐ মাইয়াডা দেখতে ঠিক আমার ছোট চাচীর মত|

-তা তো বুঝলাম, কিন্তু চিন্তা করছিস কেন?

-আরে দোস্ত, মাইয়াডা দেইখাই চাচীর কথা খুব মনে পড়ছে, চাচী আম্রে কত আঁদর করে!

-আবার ও দিকে তাকিয়ে আছিস কেন? গাড়ির নিচে পরবি তো?

-দেখ দোস্ত, ঐ মাইয়াডা দেখতে আমার ছোট বোন আসমার মত|

-তাকিয়ে দেখবি দেখ, কিন্তু চিন্তা করিস কি নিয়ে?

-দোস্ত, মাইয়াডা দেইখাই, আসমার কথা মনে পড়ছে|

কত দিন আসমাকে দেখি না, কত আঁদড় করতাম আসমাকে!

*কিছু বন্ধুরা আছে, মেয়েদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে|

জিগ্ঙাসা করলে এই সব আবেগী উত্তর দিয়া, প্রশ্ন যে করে তাকে মফিস বানিয়ে দেয়|

আচ্ছা ভাই, মা, চাচী, ছোট বোন, এদের মত দেখা যায়, তাই হাঁ করে তাকিয়ে অনেক কিছু ভাবো ঐসব মাইয়া দেখে|

এবার সত্যি কৈরা কও দেখি?

যে মাইয়াটা তোমার বউ এর মত দেখা যায়, সেই মাইয়াডা নিয়া কি ভাবো ?

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164741
২০ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : বেগানা কোন পুরুষের দিকে তাকিয়ে, যদি কেও ভাল চিন্তা করে, তাহলে নাকি গূণাহ হয় না
164795
২০ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩২
আহমদ মুসা লিখেছেন : আমাদের আঞ্চলিক ভাষায় মানুষের ত্যাগকৃত মলকে গূ বলে। যদি বেগানা মায়াদের দিকে তাকালে গূ-না-হয় তবে নিশ্চয়ই পায়খানা তো হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File