আংশিক বিচার
লিখেছেন লিখেছেন বিবেকের কষ্ঠিপাথর ০৯ জানুয়ারি, ২০১৪, ১০:৩৮:৩৯ রাত
প্রতিটি ক্ষেত্র মাঝে
অনেকগুলো পথ
কোন পথে লভে তব
শান্তির রথ?
অশান্তি মাঝে মোরা যখন শান্তিটাকে খুঁজি
অভাবের এ জগতে করি স্বভাবটাকে পুঁজি,
নিত্য ঘুরি মাগতে কিছু রুজি,
তখন মোরা আরাধ্য বলতে ভালোটাকেই বুঝি।
এ্যাঁ! ভুল হল! এ লোকে পরম বলে
কি কিছু আছে? - বোধহয় কিছু নেই,
আপেক্ষিক এ পৃথিবীতে
কম মন্দই হল ভাল- যা এই।
মানব মাঝে এমন কি কেউ আছে
যে বলে আমি পুরো ভাল বা নির্ভুল?
নির্ভুল- সেতো কেবল
নবী বা ফেরেশতাকূল।
সব পথ তাই
নাহি পরখ করে,
কম মন্দ তুমি
যাচিবে কেমন করে?
সম্পূর্ণ বিচার বাদে
আংশিক বিচার,
বিচার না হয়ে সেটা,
হয় অবিচার।
অপরিপক্ক সমাজের কুঠুরি মাঝে,
বহু হতভাগা পচে মরে চিরকাল,
অবিচারের বলি হয়ে,
(বিবেকের প্রতি) ক্রূর হাসে একগাল।
হিরোশিমা হাসে আজো,
হাসে নাগাসাকি,
হিটলারদের বিচার হল
বোমারুদের রাখি।
সেটিই তাই আদর্শ সমাজের নিদর্শন,
যে সমাজের শিক্ষায় থাকে সব পথের দর্শন।
কম মন্দটা তখন বেছে নেবে সেথায় সবাই,
সে সমাজের প্রত্যাশায় আমি গান গেয়ে যাই।
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন