তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা কোথায়?

লিখেছেন লিখেছেন বিবেকের কষ্ঠিপাথর ০৪ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৯:৩৪ সন্ধ্যা

৪৫ বছর আগের যুদ্ধাপরাধের বিচার নাকি এদেশের মানুষের গনদাবী। এজন্য আওয়ামীলীগ এর বিচার শুরু করে এবং শেষ করে। এ বিচার যদি গনদাবীই হবে তবে কেন আজ বাংলাদেশের কমপক্ষে ৮০% মানুষ আওয়ামীলীগের বিপক্ষে। আওয়ামীলীগ বাদে অলি, বঙ্গবীর, ড কামাল, আসম রব সহ সকল দল ও তাদের সমর্থকরা কেন আওয়ামীলীগকে থুথু মারতেছে। আওয়ামীলীগ কেন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিয়ে একতরফা নির্বাচনে ১৫৪ আসনে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে হাস্যকর গোল দেয় খালি মাঠে? তাদের সুষ্ঠু নির্বাচন দিতে এত ভয় কেন? কেন সকল স্থানীয় নির্বাচনে অবিশ্বাস্যভাবে তাদের ভরাডুবি ঘটে?

এরপর ও কি আমাদের এ সিদ্বান্তে উপনীত হওয়া ভুল হবে যে আসলে যুদ্ধাপরাধের বিচার এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় না, বা এটা দেশকে পঙ্গু, অশান্ত ও বিভক্ত করার ভারতীয় চাল? বস্তুতঃ গোটা দেশের মানুষকে ভারত অশুভ বাকশালী প্রেতাত্মাদের উপর ভর করে শৃংখলে আবদ্ধ করে ফেলেছে। যে বোকামির কারনে সে আজ দেশকে ভারতের হাতে সঁপে দিয়েছে, সে স্বাধীনতা কি সে আর উদ্ধার করতে পারবে যেখানে হাসিনা এখন চারপাশে ভারতীয় র এর সশস্ত্র এসএসএফ দ্বারা স্বেচ্ছাবন্দী? আমি জানিনা, এদেশের মানুষ আর কতটা হারালে বুঝবে সে প্রতারিত হয়েছে এবং সর্বস্ব হারিয়েছে? সম্ভবত মৃত্যুর পর!!!!!!!!!!

বিষয়: রাজনীতি

১৪২৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159016
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৫
চোথাবাজ লিখেছেন : মাইনাস

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File