আসুন আমরা আল্লাহর রঙে রঙিন হই
লিখেছেন লিখেছেন রুহািন ১২ জানুয়ারি, ২০১৪, ০২:৫৯:২৭ দুপুর
প্রভু তোমাকে ভাল বেসে প্রিয় নবীর কাছে এসে
যাঁরা গড়ল জীবন।
তাঁরাই সোনার মানুষ নারী নতুবা পুরুষ
গড়ল সোনালী ভূবন।
মানুষে মানুষে তুলে দিল ব্যবধান।
একই কাতারে এস সবাই সমান।
হৃদয়ের বন্ধন টুটেনা তখন,
খোদার ভয়ে হৃদয় গড়ে যখন।
জীবনের হাহাকার থাকেনা তখন আর
খোদার রঙে রঙিন হয় যখন।
সেই সাথে দেশে দেশে পড়ে গেল সাড়া।
কুরআনের আহবানে সামনে বাড়া।
শান্তির স্রোতধারা বইল তখন.
ইসলামের সমাজ গড়ল যখন।
কুরআনের আহবান করে সবে সাড়া দান.
খোদার পথে জীবন হয় গঠন।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন