আল্লাহর দরবারে প্রার্থনা
লিখেছেন লিখেছেন রুহািন ০৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫৯:১৬ দুপুর
সকল দোয়ার বন্ধ হলেও
শুধু তোমার দোয়ার হয়না।
প্রভু সবাই ফিরিয়ে দিলেও
তুমি ফিরিয়ে দাওনা।
খালি হাতে আজ দাড়িয়ে
তোমার দোয়ারে।
বল তুমি ছাড়া শান্তনা
কে দেবে আমারে?
তাই দু'হাত তুলে তোমার দোয়ারে
প্রভু ফিরিয়ে দিওনা।
এত দিন রাখলে তুমি
করূনা সাগরে।
আজ কেন ছেড়ে দেবে বল
দুঃখের আঁধারে?
আজ আমি অসহায় ডাকি তোমারে
চাই তোমার করূনা।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন