মানুষের শেষ নিবাস জান্নাত অথবা জাহান্নাম
লিখেছেন লিখেছেন রুহািন ০৭ জানুয়ারি, ২০১৪, ১১:৩৬:০২ রাত
আল্লাহর কাছে তো তারাই উচ্চ মর্যাদার অধিকারী, যারা ঈমান এনেছে ও তার পথে ঘর বাড়ি ছেড়েছে ও ধনমাল সমর্পন করে জিহাদ করেছে তারাই সফল কাম। তাদের রব তাদেরকে নিজের রহমত, সন্তোষ ও এমন জান্নাতের সুখবর দেন, যেখানে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী। সেখানে তারা চিরকাল থাকবে। অবশ্য আল্রাহর কাছে কাজের প্রতিদান দেবার মত অনেক কিছুই রয়েছে। সূরা আত তাওবা ২০-২২
তারা কি জানেনা, যারা আল্লাহ ও রাসূলের মোকাবিলা করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তার মধ্যে তারা চিরকাল থাকবে। এটি একটি বিরাট লাঞ্ছনার ব্যাপার। সূরা আত তাওবা ৬৩
বিষয়: বিবিধ
১২৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
“আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।” (আল-কুরআন-২, আয়াত-২৮৬)।
মন্তব্য করতে লগইন করুন