মানুষের শেষ নিবাস জান্নাত অথবা জাহান্নাম মানুষের শেষ নিবাস জান্নাত অথবা জাহান্নাম

লিখেছেন লিখেছেন রুহািন ০৬ জানুয়ারি, ২০১৪, ১০:১৪:০৩ সকাল

জীবনের ব্যর্থতা ও সফলতার সঠিক ধারণার অভাবে মানুষ নিজের অজান্তেই ব্যর্থতাকে সফলতা ও সফলতাকে ব্যর্থতার মানদণ্ড ধরে নিয়ে কাজ করায় চরম বিভ্রান্তির শীকার হয় এবং চিন্তা ও কর্মের এমন সব পথ ও পদ্ধতি অনুস্মরণ করে যা তাকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। সফলতার চুড়ান্ত মানদণ্ড তাই যা মহাণ আল্লাহ নির্দ্ধারণ করে দিয়েছেন। যা কোন মানুষের পক্ষে নির্দ্ধারণ করা আদৌ সম্ভবপর নয়। কুরআন ও সুন্নাহর দৃষ্টিতে দুনিয়ার জীবনই মানুষের প্রকৃত ও আসল জীবন নয়; বরং রুহের জগতে আমাদের জীবনের শুরু হয় তখন আমরা ছিলাম জান্নাতে। আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে; সেখানে শেষ পরিণতি ভাল অথবা মন্দ যে কোনটা হতে পারে। যাঁরা দুনিয়ায় আল্লাহর ইচ্ছা, সন্তুষ্টি ও মর্জি মোতাবেক জীবন যাপন করেছেন মহাণ আল্লাহ তাদেরকে দয়া ও মেহেরবানী করে জান্নাত দান করবেন (ইনশায়াল্লাহ)। আর সেটাই হবে মানব জীবনের চূড়ান্ত সফলতা চিরকালের জান্নাত। আর যারা সেই মহা সঙ্কটাপূর্ণ ও বিভীষিকাময় দিনে অসৎ প্রমানিত হবে; যারা দুনিয়ায় আল্লাহর ইচ্ছা, সন্তুষ্টি ও মর্জির ধার ধারেনি; বরং কুফরি অবাধ্যতা ছিল যাদের নিত্য সাথী, তারা চরম ব্যর্থতা নিয়ে চিরদিনের জন্য যাবে জাহান্নামে।

প্রকৃতপক্ষে দুনিয়ার জীবন মানুষের মহাজীবনের শুরু ও না শেষ ও না; বরং পরীক্ষার একটি সময়কাল মাত্র। এখানে ভাল কাজ করলে আখেরাতে ভাল ফল হবে; আর এখানে তা না করলে আখেরাতে শাস্তি পেতে হবে। দুনিয়ায় ভাল কাজ করতে যেয়ে; আল্লাহর পথে চলতে যেয়ে; আল্লাহর ইচ্ছা, সন্তুষ্টি ও মর্জি মোতাবেক জীবন যাপন করতে যেয়ে যারা চরম বৈষম্য, ষড়যন্ত্র, জুলুম, অত্যাচার, নির্যাতন ও হত্যার শীকার হয় এবং অপমান, লাঞ্চনা, ধিকৃতি নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তারাই আখেরাতে থাকবেন চির শান্তির সুখের নীড় অনন্তকালের জান্নাতে এবং এটাই জীবনের চূড়ান্ত সফলতা। পক্ষান্তরে যারা ছিল নির্যাতন কারী, ক্ষমতার মোহে অন্ধ ও বেশামাল, অহঙ্কারী ও দেমাগী তারা আখেরাতে চরম ব্যর্থতা, বঞ্চনা, অপমান ও ধিক্কার নিয়ে যাবে চিরদিনের ও চিরকালের জন্য জাহান্নামে; এবং এটাই জীবনের জন্য চূড়ান্ত ব্যর্থতা। আসুন কুরআন হাদীসের সাথে মিলিয়ে দেখি:

আর হে নবী যারা এ কিতাবের ওপর ঈমান আনবে এবং (এর বিধান অনুযায়ী) নিজেদের কার্যধারা সংশোধন করে নেবে তাদেরকে এ মর্মে সুখবর দাও যে, তাদের জন্য এমন সব বাগান (জান্নাত) আছে যার নিম্নদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণাধারা। সেই বাগানের ফল দেখতে দুনিয়ার ফলের মতই হবে। যখন কোন ফল তাদের দেয়া হবে খাবার জন্য, তারা বলে উঠবে; এ ধরণের ফলই দুনিয়ায় ইতিপূর্বে আমাদের দেয়া হতো। তাদের জন্য সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল-বাকারা-২৫

আর যারা একে গ্রহণ করতে অস্বীকৃতি জানাবে এবং আমার আয়াতকে মিথ্যা বলে উড়িয়ে দেবে তারা হবে আগুনের মধ্যে প্রবেশকারী। সেখানে তারা থাকবে চিরকাল। সূরা আল-বাকারা- ৩৯

(চলবে)

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159557
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: count_total_count

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> যমুনার চরে লিখেছেন :
মানুষের শেষ নিবাস জান্নাত অথবা জাহান্নাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File