হিদায়াত
লিখেছেন লিখেছেন রুহািন ০৪ জানুয়ারি, ২০১৪, ১১:২১:৩৯ রাত
জীবনের প্রতিটি ক্ষেত্রে ও শাখা প্রশাখায় চিন্তা, কর্ম ও আচরনের এমন বিধি-ব্যবস্থা যা একেবারেই নির্ভুল। একমাত্র ওহীর ব্যবস্থাই নির্ভুল। অন্য কোন কিছু ওহীর কষ্টি পাথরে যাচাই না করে গ্রহন বা বর্জন করা নিরাপদ না। মানুষের চিন্তা-দর্শন ও আকীদা ওহী দ্বারা পরিচালিত না হলে তা বিভ্রান্তিমুক্ত হয়না। আকীদা বিভ্রান্তিমুক্ত না হলে কর্ম ও আচরনও বিভ্রান্তিমুক্ত হতে পারেনা। ফলে বিভ্রান্তির ঘুর্নাবর্তে আবর্তিত মানব সমাজে দেখা দেয় অশান্তি, বিশৃংখলা, জুলুম, অত্যাচার ও পাপের প্রতিযোগিতা। দৃস্টান্ত স্বরুপ রাশিয়ার সমাজ তান্ত্রিক মতবাদের কথা বলা যায়। এ মতাদর্শের জন্যে প্রায় লক্ষাধিক মানুষ মৃত্যুবরন করল। রাশিয়ায় সমাজ তন্ত্র বিজয়ী হলেও পরাজয় হলো মানবতার। তারা শান্তির দেখা পেলনা। নিরাপত্তার ব্যবস্থাও হলোনা। তাহলে নেতাদের কথায় যাদের জীবন ঝরে গেল তারা কি পেল আর জাতি কী পেল? কিছুই পায়নি। হাঁ কুশিলবরা তাদের রক্তের উপর নিজেদের সম্পদের পাহাড় গড়েছে। বর্তমান পৃথিবীর মানব সমাজ সে ইতিহাস থেকে শিক্ষা নিলে অসহায় সহজ সরল মানুষ বাচতে পারে এবং জাতিও তাদের সৃষ্ট গোমরাহী থেকে বাচতে পারে। হিদায়াতের একমাত্র মালিক হে আল্রাহ তুমি সমগ্র মানব সমাজকে হিদায়াতের পথ জানার ও অনুস্মরন করে শান্তিময় মানব সমাজ গঠনের তাওফীক দাও।
বিষয়: বিবিধ
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন