সময়ের অনুভূতি

লিখেছেন লিখেছেন রুহািন ০৪ জানুয়ারি, ২০১৪, ০৬:২৭:৫৪ সন্ধ্যা

আমার মায়ের কান্নায়

বাতাস ভারি হয়ে যায়

আমার বোনের কান্নায়

হয়ে যায় বাক রুদ্ধ।

এ দেশে ঝরে গেল কত শত প্রান

দেশের সম্পদ এ দেশের মান

কার ইশারায় আর কত দিন

চলবে এই যুদ্ধ?

এসো একসাথে কর যোগদান

বাচাও দেশ মানবতার মান

যার ইশারায় হোক প্রহসন

বন্ধ কর যুদ্ধ।

বিষয়: বিবিধ

৯০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File