আখেরাত

লিখেছেন লিখেছেন রুহািন ০৩ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৭:৩৬ সন্ধ্যা

দুনিয়া ও তার আরাম আয়েশ এবং তার স্বার্থ ও আনন্দ স্বাদ লাভ করার জন্যেই যদি আমাদের সমস্ত চিন্তা ও কর্ম প্রচেষ্টা উৎসর্গিত হয় এবং এখানে যা কিছু পাওয়া যায় তাই নীট লাভ আর যা থেকে বঞ্চিত হই তাই আসল ক্ষতি তা হলে সেটা হবে নিতান্তই ভুল চিন্তা-দর্শনের ফসল। সত্যিকার একজন বিচক্ষণ মুমিন দুটি দিক বিবেচনায় আখেরাতকে অগ্রাধিকার দিয়ে থাকে:

এক: তার সুখ-স্বাচ্ছন্দ, আরাম-আয়েশ দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে অনেক বেশী ও অনেত উচ্চ পর্যায়ের।

দুই: দুনিয়া ধ্বংসশীল এবং আখেরাত চিরস্থায়ী।

একজন বুদ্ধিমান ও দূরদর্শী মুমিনের কাজতো এমন যে, সে নিজের সমালোচনা তথা আত্মপর্যালোচনা ও আত্মবিশ্লেষণের মাধ্যমে নিজেকে মাবুদের নৈকট্যের দিকে ধাবিত করে এবং তার সমগ্র কর্মতৎপরতা আখেরাতের জন্যসম্পাদন করে অর্থাৎ যা করলে আখেরাতে মহান আল্লাহ খুশি হবেন তাই সে করে তাতে দুনিয়ার সমস্ত মানুষ তার বিপক্ষে গেলেও অপর দিকে সে কাজ সে কখনও করবেনা যা করলে আল্লাহ অখুশী ও অসন্তুষ্ট হবেন তাতে সারা দুনিয়া তার বিরোধীতা করলেও। হে আল্লাহ তোমার সন্তুষ্টির পথে আমাদের কর্মতৎপর হওয়ার তাওফিক দাও। আমীন।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159027
০৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৫
ইমরান ভাই লিখেছেন : সুন্দর খুব ভালো লগলো Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File