আমার গরীব গ্রামের কিছু ছবি আপনাদের দেখা উচিত
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৯ জুন, ২০১৪, ১১:০৫:১১ সকাল
০১।
ঠিক আমার বাড়ীর পাশের কর্ণফূলী নদী
০২।
বাড়ীর পাশেই জাহাজ ভিড়ছে, গ্রামের ছেলেরা মাঠে খেলছে
০৩।
কর্ণফূলীর নদীটা দখল করছে বিভিন্ন পন্যবাহী জাহাজ,
এই জাহাজ গুলোর জন্য একদিকে যেমন দখল হচ্ছে নদী, অন্যদিকে আমাদের এলাকার কিছু যোবকরা নৌকায় জাহাজিদের আনা নেয়ার বাবদ কিছু টাকা কড়ি পাচ্ছে
০৪।
এটা ড্রেডকের ছবি, যা আমাদের বাড়ীর অপজিটে অবস্থিত
০৫।
আমার বাড়ীর পাশেই রয়েছে বিশ্ববিখ্যাত সুইডেন কর্তৃক পরিচালিত দ্বিতীয় শাখা মেরিন একাডেমী
০৬।
আমার গ্রামের পাশ দিয়েই যায় সব সময় দেশী বিদেশী জাহাজ ,
০৬।
যাদের বাড়ীর পাশ দিয়ে সারাক্ষন ঘন্টার পর ঘন্টা দেশি বিদেশী জাহাজ আসা যাওয়া করে তারা তো একটু আধটু জাহাজ বানানোর চেষ্টা তো করতেই পারে,
জাহাজটি বানিয়েছেন আমার আপন ভাই আহম্মদ আলী
০৮।
কিছু শ্রমিক ভাইগন কাজ করছে
০৯।
জাহাজটা আমার সুন্দর লাগতেছে বলে আপনাদের শেয়ার করলাম
১০।
এইটা কর্ণফূলী তিনটেঙ্গা ঘাট, যার সামনা সামনিই আমার ঘর দেখা যাচ্ছে
১১।
আমাদের পাহাডেই রয়েছে বিশাল ২৬০০০ এখর পাহাড়ে অবস্থিত বিশ্ববিখ্যাত ইয়ং ওয়ানের অফিস এবং ফেক্টরী
১২।
আমাদের পাহাডে কৃত্রিম ঝর্না,
১৩।
আমাদের পাহাড়ে আছে অনেক কৃত্রিম হৃদ, যেটা সুন্দর তুলনা করা যায়না
১৪।
আমাদের রয়েছে সুন্দর নদী চর যা দেখার মতো
১৫।
পাহাড় ঘেষে রাস্তা গুলো এত চমত্কার যে মনে হবে যেন সিংগাপুর
১৬।
কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য কিছু রাজনীতিবীদ আমাদের গ্রামের একমাত্র বড় পুকুর নিয়ে রাজনীতি করেছে
এই পুকুরটা আকতারুজ্জামান বাবু ভাইকে দেখিয়ে কত টাকা খায়েছে তার কোন ইয়াত্তা নেই, অনুদান আসে নদী ভাঙ্গনের বাধ আসেনা,
অবশেষে আমাদের একমাত্র পুকুরটা নদীর সাথে বিলিন হয়ে যাচ্চে তীলে তীলে
..............
বি:দ্র: আমার গ্রামের আরো শ' খানেক ছবি আমার হাতে জমা আছে , সময়ের অভাবে ছবি গুলো পোষ্ট করতে পারছিনা,
বিষয়: বিবিধ
৩৬১৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাড়ীতে তো আসার কথা রয়েছে মনে হয়, আসছেন নাকি?
আমি এতোদিন মনে করতাম আপনি উত্তর চট্টগ্রামের অথবা ফেনী জেলার বাসিন্দা। আজকে আপনার ছবি সম্বলিত ব্লগ পড়ে আপনার আসল পরিচয় জানতে পেরে খুব ভাল লাগছে।
আমি মাঝে মধ্যে মাতবরের ঘাট হয়ে ১১ নং জেটি দিয়ে চট্টগ্রাম শহরে প্রবেশ করি।
মেরিন একাডেমি আর সুইডিস এফিলিয়েটেড না্ই ভাই। এইটা এখন বঙ্গবন্ধু(!) মেরিটাইম ই্উনিভার্সিটি হইয়া গিয়াছে।
আমি তো জানিনা,
আপনার বাড়ী কোথা একটু জানতে পারলে ভাল হতো
শহরের মাদার বাড়িতে। এয়ার ডিসটেন্স ৩ কিমি এর মত।
খুব ভাল লাগল।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন