ব্রাজিলের অধিকাংশ জনগন কেন বিশ্বকাপের বিপক্ষে (১১টি ছবিসহ)
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৭ জুন, ২০১৪, ০৯:২৩:২২ সকাল
০১।
এক দিকে আলো ঝলমলে স্টেডিয়ামে বিশ্ব কাঁপাচ্ছে 'দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ' আর অন্যদিকে সাধারন মানুষ বলছে 'বাঁচতে দাও' -- এবার নেপথ্যের দৃশ্যপট তুলে আনলেন মারিও তামা নামে 'গেটি ইমেজ' আলোকচিত্রী।
তার ছবি তুলে এনেছে এক অদ্ভুত নৈকট্য। সেখানে একদিকে দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ব্রাজিল সরকারের নানা আয়োজন আর তার পাশেই মানুষের 'না-মানুষি' জীবন।
যে দেশের বেশিরভাগ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করে, সেখানে শুধুমাত্র বিশ্বকাপের জন্য অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ যে আসলে শ্বেতহস্তীর শামিল - তা আর বলার অপেক্ষা রাখে না।
তবুও প্রত্যাশা, বিশ্বকাপের অর্জিত অর্থ দিয়েই না হয় হোক তাদের জীবনমানের উন্নয়ন।
০২।
০৩।
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
০৯।
১০।
১১।
.............................
সূত্র
বিষয়: বিবিধ
২৩০৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক গ্লাস পানি পাইনা খেতে সেখানে বিদেশীদের ডেকে এনে মদ খাওয়ানো মনমানসিকতা একেবারেই নিম্মের পর্যায়ে
ধনতন্ত্র চাষ করলে এর চেয়ে ভাল কি আশা করতে পারে?
আমেরিকা কি এর চেয়ে খুব বেশী ভাল আছে?
যে ছবি দিয়েছেন সে রকম ছবি আমেরিকারও আছে ।
প্রায় ১১০০ লোক মারা গিয়েছিল । মাত্র ৩ দিন পরে এটা হয়েছিল । এটা তো ঐ সময়ে বন্ধ হয় নি !
The show must go on - Shakespear
মার্কিনীদের সমাজের চিত্র আরও করুণ...শুধু মিডিয়ায় আসেনা এই যা
মন্তব্য করতে লগইন করুন