কিছু ছবি আপনার ভাল লাগতেই পারে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৫ জুন, ২০১৪, ১২:৪৬:০৫ দুপুর

০১।



দেশের সবাই তো ভাবে প্রবাস মানেই সুখ.আর এই হলো আমাদের প্রবাসীদের সুখের নীড়,,,,

০২।



০৩।



০৪।



০৫।



০৬।



০৭।



০৮।



০৯।



১০।



১১।



এই দৃশ্যটা দেখার ইচ্ছে প্রবল ছিল,

১২।



যেথানে থাকুন নামাজের সাথেই থাকুন

১৩।



আমি কিন্তু ব্রাজিলের সমর্থক নই

১৪।



১৫।



প্রভুর কী অপুর্ব সৃষ্টি!

১৬।



কেউ যদি আমাকে ১০০০ টাকা দিয়ে বলে এই নেইল কাটার দিয়ে নখ কাটতে তবুও আমি কাটবোনা।

১৭।



ঠিক দেখতে মেয়েদের হাতের মতো এটা।

১৮।



১৯।



পিরোজপুরের একজন অটোরিকশাচালক

তৈরি করছেন হেলিকপ্টার।

২০।



২১।



বাংলাদেশের এই টীম খেলবে ব্রাজিলের বিপক্ষে

২২।



২৩।



২৪।



২৯।



৩০।



৩১।



৩২



৩৩।



৩৪।



৩৫।



৩৬।



পৃথিবীর লম্বা এবং ছোট মানুষ

৩৭।



যেখানে থাকুন সেখানে নামাজের সাথে থাকুন

(বি:দ্র: অফিসের কাজের বেশি চাপের কারনে ইদানিং প্রতিদিন পোষ্ট করতে পারছিনা, তাই সপ্তাহে দুই দিন বেশি বেশি ছবি দিয়ে পোষ্ট দিতে হচ্ছে, তাছাড়া ছবির পরিচয়ও তেমন দিতে পারতেছিনা সময়ের অভাবে,)

বিষয়: বিবিধ

৫৫৬৯ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230905
০৫ জুন ২০১৪ দুপুর ০১:২১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পিলাচ ধন্যবাদ
০৫ জুন ২০১৪ দুপুর ০১:৩৩
177660
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
230906
০৫ জুন ২০১৪ দুপুর ০১:২৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
০৫ জুন ২০১৪ দুপুর ০১:৩৩
177661
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
230918
০৫ জুন ২০১৪ দুপুর ০১:৫০
অনুজ্জ্বল_তারা লিখেছেন :




ভাল লাগল । ধন্যবাদ ভাইয়া ।আমার ব্লগে নেমন্তন-
স্বাগতম হে মেহমান ।স্বাগতম ।
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৪২
177685
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
230922
০৫ জুন ২০১৪ দুপুর ০১:৫৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হাসতে হাসতে আমার পেট ব্যাথা.... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এখন ঠিক আছে ভাই... প্রতিদিন দিলে টুডেব্লগের ডাটা সেন্টার ক্র্যাশ করতে পারে...... ডাটাস্টোরেরও তো হাসি আসতে পারে...... তাই না?...... যত্তসব এ্যমেজেং ছবি..... Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৫ জুন ২০১৪ দুপুর ০২:১৫
177675
অনুজ্জ্বল_তারা লিখেছেন :



Crying Crying Crying Crying Crying Crying
০৫ জুন ২০১৪ দুপুর ০২:২৮
177680
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সুর্য্যের পাশে হারিকেন ভাইয়া, কেমন আছেন , আমার জন্য একটু দোয়া করিয়েন প্লিজ
230931
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:২৪
হতভাগা লিখেছেন : ১নং :

তাও ভালো , বাথরুমে থাকে নাই ।




পয়সা বাঁচানোর জন্য কত নিচেই না নামে আমাদের প্রবাসীরা !

অথচ এরা দেশে কি কখনও নিজেদের বাথরুমে শুতো ?

১৯.




এই হেলিকপ্টার কি উড়ে ? নাকি নজর কাড়তে খামাখা এটা বানিয়েছে ?


২১.


কোন দল ১১-০ গোলে হারলে নাকি তাদের জার্সি খুলে ফেলতে হয় । এখানে তো দেখা যায় ৪৪-০ গোলের হারছে ( জার্সি + গেন্জি+ শর্টস্‌ + আন্ডারওয়ার)।

আসলেই, ব্রাজিলের সাথে খেলতে গেলে বাংলাদেশ ফুটবল দলের এই অবস্থাই হবে ।


২২.


Watar এর বাংলা কি ?



৩০. হাত দিয়ে গোল দেবার ব্যাপারে ম্যারাডোনার যুক্তি ছিল -

''চোরের কাছ থেকে কিছু চুরি করে নিলে সেটা অন্যায় হয় না ।''


কারণ ১৯৮২ তে বৃটেন আর্জেন্টিনার একেবারে কূল ঘেষে আর্জেন্টিনারই একটা দ্বীপ (আমাদের সেন্ট মার্টিনের মত) ফকল্যান্ড দখল করে নেয় ।

সেই ম্যাচের সময় এই ঘটনা খুব প্রাধান্য পেয়েছিল।

৩৭.

পাগড়ি পড়া ভাইটিকে ইমামতি না করে কলার উচানো ভাইটিকে কেন ইমামতি করতে দেওয়া হল ?

০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫২
177688
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ০১।
প্রবাসীরা টাকা বাচানোর জন্য সব কিছুই করতে পারে, সেটা তাদের পরিবারের আর্থিক উন্নতির জন্য,
সেখানে অনেক আলালের ঘরের দোলাল লইট্টা মাছ বিক্রি করে আর এখানে এসে টাই সুট , চোখে চশমা লাগিয়ে রাজার হালতে ঘুরে পিরে,
এই সব কিছু একটু সুখ পাওয়ার আশায় বিদেশে কষ্ট গুলো করে থাকে।
০২।
হ্যা সেটা অবশ্যই আকাশে উড়ে,
এখানে বিশেষত উড়ানোর ক্ষমতাই আসল, উপরের খোলসের তেমন শক্তি নাই,
উপরের খোলস যেই কেউ বানাতে সক্ষম মাগার উড়ানোর শক্তিটা কেউ দেখাতে পারতেছে বলে মনে হয়না, ,যেভাবে অটোরিক্সাচালক দেখায়েছে

০৪।
বানানটা একটু ভুল হয়ে গেছে ক্ষমা প্রার্থী

পাগড়ী আর পান্জাবীতে আসল হুজুর হয়না,
আসল হুজুর হলো যারা নামাজের বিষয়ে জ্ঞান রাখেন, হয়তো যে মানুষটা ইমাম হয়েছে সেটা নামাজ কর্মে বেশী জ্ঞান রাখেন
আর যে পান্জাবী পাগড়ী পড়েছেন সে নামাজ বিষয়ে তেমন জ্ঞান রাখেন না,
যেমন আমি পন্জাবী পড়িনা,
শার্ট, পড়ি,
আর আমার ভাই পন্জাবী পড়ে,
নামাজের যায়গা দাড়ালে আমাকেই নামাজ পড়াতে হয়
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
177690
অনুজ্জ্বল_তারা লিখেছেন :




হতভাগা ভাইয়ার নাম আর ছবি কমেন্টের সাথে একেবারে যায় না ।Liar Liar Liar
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৬
177705
হতভাগা লিখেছেন : ১৯ নং . কপ্টারের উড়ন্ত + যাত্রী বহন করছে সাথে - এরকম একটা ছবি দিলে ভাল হত ।

৩৭নং এ

আমারই মনে হয় ভুল আপনাকে জিনিসটা বুঝাতে পারি নাই ।

৪ জনের মধ্যে ইমামের পোশাকই তুলনামূলকভাবে অপরিষ্কার এবং সে কলার উঁচু করে রেখেছে ।

এগুলো নিয়ে কি ইমামতি ঠিক আছে ?
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৭
177706
হতভাগা লিখেছেন : ১৯ নং . কপ্টারের উড়ন্ত + যাত্রী বহন করছে সাথে - এরকম একটা ছবি দিলে ভাল হত ।

৩৭নং এ

আমারই মনে হয় ভুল আপনাকে জিনিসটা বুঝাতে পারি নাই ।

৪ জনের মধ্যে ইমামের পোশাকই তুলনামূলকভাবে অপরিষ্কার এবং সে কলার উঁচু করে রেখেছে ।

এগুলো নিয়ে কি ইমামতি ঠিক আছে ?
০৭ জুন ২০১৪ সকাল ০৮:০৪
178384
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ইমামতির ক্ষেত্রে অনেক ধরা বাধা আছে
সমাজের কিংবা মসজিদের ক্ষেত্রে যারা নিয়মিত নামাজ পড়ায়
তবে কোথাও গেলে কিংবা মাঠের আশে পাশে মসজিদ না থাকে তাহলে দুই জন ব্যক্তির মধ্যে যেই আদর্শিক বা বয়সের দিক দিয়ে যে বড় বা জ্ঞানের দিক দিয়ে ভাল সেই নামাজ পড়াবে, তবে এই খানের ছবিটার ব্যপারে
একটি কথা থেকেই যায় সেটা হলো হয়তো পাগড়ীপরা ছেলেটি পরে নামাজে যোগ দিয়েছে কিংবা বয়সে ছোট, নাবালক।
230948
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:০৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : প্রত্যেকটা ছবিই ভালো লাগলো। ধন্যবাদ সংগ্রহ করার জন্য।
০৭ জুন ২০১৪ সকাল ০৮:০৫
178385
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
230959
০৫ জুন ২০১৪ বিকাল ০৪:২৮
সন্ধাতারা লিখেছেন : মাশাআল্লাহ!! খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
০৭ জুন ২০১৪ সকাল ০৮:০৫
178386
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
230982
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:১০
আহ জীবন লিখেছেন : ১> ৭ আর ৮ নং এর গুলো খাব।
৩৪> আপনের বাড়ির ছাগল না?

সব গুলোই ভাল লেগেছে।
০৭ জুন ২০১৪ সকাল ০৮:০৮
178388
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি সব ছবিরই একটা একটা কমেন্ট দিয়েছেন যেটা আমার খুব ভাল লাগে, পরে যাচাই বাচাই করে দেখি আপনার কমেন্ট যুক্ত ছবি গুলো তালাশ করি তখন সত্যিই ভাল লাগে
230992
০৫ জুন ২০১৪ বিকাল ০৫:৩০
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যি ভালো লেগেছে।
০৭ জুন ২০১৪ সকাল ০৮:০৮
178389
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১০
231021
০৫ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি কিন্তু ১ নং কলা টাও খাব। তবে ভর্তা করে।
মাইনষে খাওয়ার জন্য দই আর টমেটো পায়না আপনি মুখে মাখতে কন। Time Out Time Out Time Out
০৭ জুন ২০১৪ সকাল ০৮:১০
178390
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ১ নং কলাতেই বেশি ফর্মালিন দিচ্ছে,
টাকা থাকলে দই আর টমেটোর দাম বেশি না
১১
231106
০৫ জুন ২০১৪ রাত ০৮:৩০
সবুজেরসিড়ি লিখেছেন :


আমরাই করবো জয় একদিন . . .
০৭ জুন ২০১৪ সকাল ০৮:১১
178391
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কার সাথে লড়ে জয় লাভ করবেন?
আর্জেন্টিনা?
নাকি ব্রা জিলের সাথে?
০৭ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
178678
সবুজেরসিড়ি লিখেছেন : শুধু আর্জেন্টিনা ব্রাজিল নই সমস্ত বিশ্ব কে হারিয়ে আমরা হব শ্রেষ্ঠ . . .

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File