কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১২ মে, ২০১৪, ০৮:৩০:৫৩ সকাল

০১।



রহস্যময় এ পৃথিবী। তার চেয়েও রহস্যময়

প্রাণীজগৎ।

মানুষের মতো তারাও মাতৃত্বের

বাঁধনে জড়িয়ে পড়ে।

মমতা জেগে উঠে তাদেরও।

ঘটনাটি দক্ষিণ আফ্রিকার একটি গেম পার্কে।

পার্কটিতে শিকার খুঁজছিল দুই সিংহী।

এমন সময়

গাছে একদল বানর দেখে ক্ষুধার্ত সেই

সিংহী দুটি তরতর

করে গাছ বেয়ে উপড়ে উঠতে থাকে। এ দেখে বানরের

দল ভয়ে শিউরে উঠে। এ সময় তিনটি বানর

লাফ

দিয়ে আরেকটি গাছে যাওয়ার

চেষ্টা করে। তখনই

ঘটে বিপত্তি। দুটি বানর পাড় পেয়ে গেলেও

একটি পড়ে যায় শিকারীদের খপ্পরে। আর

যায় কোথায়।

শিকারীদের থাবায় রক্তাক্ত

হয়ে বানরের নিথর

দেহটি পড়ে থাকে মাটিতে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, এসব এর

মাঝখানে আমরা দেখতে পেলাম মৃত

বানরের

থলে আকড়ে আছে একটি শাবক। দেখেই

বোঝা যাচ্ছে,

শাবকটির বয়স এক মাসও হয়নি তখন। তার মা যে মারা গেছে- সেটাও

বুঝতে পারেনি সে। হয়ত

বিপদ আচ

করতে পেরে থলে থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে সে।

তাড়াতাড়ি আশ্রয় খুঁজতে থাকে সে। কিন্তু

ঝুঝে উঠতে পারে না কী করবে? এ সময় শিকারীদের এক

সিংহীর নজরে পড়ে সে।

ধীরে ধীরে শাবকটির

কাছে আসে সে। কিন্তু আশ্চর্যের ব্যাপার

হলো সিংহীটি শাবকটিতে হত্যা না করে তার

সাথে খেলতে শুরু করে। শাবকটির জানা নেই, একটু আগেই এই

সিংহীর শিকার

ছিল তার মা। সে সিংহীটির

গায়ে উঠে খেলতে থাকে। কখনও

কোলে বসে নাকে খামচি বসায় তো কখনও

গায়ে উঠে লাফিয়ে নিচে নামে। এভাবে অনেকটার

সময় পাড় হয়ে যায়। এদিকে অন্য গাছ

থেকে এ সব কিছুই

দেখতে থাকে বানরটির বাবা।

বেচারা আতঙ্কে বড় বড়

চোখ করে তাকিয়ে দেখতে থাকে এ সব। কিন্তু কিছুই

করতে পারে না। যেকোনো মুর্হূতেই তার

সন্তানটি হয়ত

সিংহীর খাদ্যে পরিণত হবে।

কিন্তু অনেকটা সময় পাড় হওয়ার পর

সিংহীটির চারপাশে আরও দুটি সিংহ এসে জড়ো হয়।

সিংহীটি আচ করতে পারে আর বেশিক্ষণ

শাবকটিকে আগলে রাখতে পারবে না সে।

তারপরও

সিংহ দুটির সাথে লড়াই করে। এক

পর্যায়ে কুলিয়ে উঠতে পারবে না বুঝে নিজেই শাবকটিকে মুখে তুলে ধীরে ধীরে ওই

গাছটির

কাছে যায়। মুখ থেকে নামিয়ে দেয়

গাছের গোড়ায়।

তারপর বিদায় বেলায় শাবকটির

গায়ে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় সিংহীটি।

মমতা ভরা চোখে তাকিয়ে থাকে শাবকটির

দিকে।

০২।



গ্লরি হোল, মনটিচিলো বাঁধ,

ক্যালিফোর্নিয়া

- আমেরিকা ↽ উত্তর

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত,

বিশ্বের

বৃহত্তম বাঁধ

মনটিচিলো মধ্যে অবস্থিত ।

প্রায় ৭০০

ফুট গভীর, গর্তের বৃহত্তম ব্যাস ৭২ ফুট এবং সরু প্রায় ২৮ ফুট .

০৩।



কান্ড কিছু বুঝাতে পেরেছি মনে হয়।

০৪।



কিছু বুইঝা থাকলে বুইঝা লন, এত কিছু লেখতে পারুম না।

০৫।



what a Bar

০৬।



কিছু বুঝছেন??

০৭।



জমিদার বলছে পেরাক মারা কিংবা ছিদ্র করা নিষেধ

তাই আর কি করা যা করার তো তাই করতে হবে ভাড়াটিয়ার।

০৮।



প্রথমে আমি খেয়াল করতে পারিনি, ছোট ছেলে কাকে এই ভাবে ধরছে পরে দেখে অবাক হয়েছি।

০৯।



প্রদিতিন আইডিয়া বাড়তেছে।

১০।



এই বৃষ্টির দিনে এই টাও একটা আইডিয়া

এক ঢিলে দুই পাখি।

১১।



ট্রাফিক জ্যাম মুক্ত করার নতুন আইডিয়া

১২।



Give Up Give Up Give Up Give Up Give Up

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220489
১২ মে ২০১৪ সকাল ০৮:৪৫
নীরু লিখেছেন : চমৎকার সংগ্রহ। ভালো লেগেছে।
ধন্যবাদ।
১২ মে ২০১৪ সকাল ০৯:১৩
168102
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক আনেক ধন্যবাদ
220497
১২ মে ২০১৪ সকাল ০৯:৪৭
আহ জীবন লিখেছেন : অন্যান্য পর্বের চেয়ে এই পর্বটা ভালো লেগেছে বেশি।
১২ মে ২০১৪ সকাল ০৯:৫৬
168108
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমারোও তাই মনে হচ্ছে, বিশেষ করে আইডিয়া গুলো।
দুষ্টমি এবং আইডিয়া টাইপের ছবি আগে বেশ পোষ্ট করতাম।
এখন সময় থাকেনা পোষ্ট করতে তবে বিশ্বমন্ডলের কিছু রহস্য জনিত পোষ্ট দিতে এখন অনেকেই অনুরুধ করে থাকেন।
১২ মে ২০১৪ দুপুর ১২:০৯
168141
আহ জীবন লিখেছেন : কসমস স্পেস এন্ড ওডিসি দেখুন মহাজাগতিক অনেক ব্যাপার জানতে পারবেন। আমি এখনও দেখিনি। বিশ্বস্ত সুত্রে জেনেছি।
১২ মে ২০১৪ দুপুর ১২:১৫
168143
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ঠিক আছে আপনার কথামত আমি দেখবো।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
220499
১২ মে ২০১৪ সকাল ০৯:৪৮
মরুভূমির জলদস্যু লিখেছেন : কিছু ছবি বেশ পুরনো।
৩ নাম্বারটা বাঙ্গালীদের কাণ্ড কে বললো?
১২ মে ২০১৪ সকাল ১০:০৪
168109
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এক চামিচ ভুল হয়ে গেছিলো ভাই ক্ষমা করিয়েন।
220553
১২ মে ২০১৪ দুপুর ০১:২৪
মনটা আমার বাঁধনহারা লিখেছেন : প্রথম ছবির সিংহ আর বানরের এমন একটা ভিডিও দেখেছিলাম। ভালো লাগলো অনেক।
১২ মে ২০১৪ দুপুর ০২:১৭
168200
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমিও দেখিছিলাম, এর ক্যাপসন দেখে উক্ত লেখা,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
220568
১২ মে ২০১৪ দুপুর ০১:৫৩
জুমানা লিখেছেন : ভাল সংগ্রহ , ধন্যবাদ
১২ মে ২০১৪ দুপুর ০২:১৭
168201
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
220801
১২ মে ২০১৪ রাত ০৯:০৫
সবুজেরসিড়ি লিখেছেন : সুন্দর সংগ্রহ শেয়ার করার জন্য ধন্যবাদ . . .
১৪ মে ২০১৪ সকাল ০৮:৩৩
168769
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিড়ি ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File