মন মাতানো ১০টি ছবি আপনার খারাপ লাগতেই পারে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১০ মে, ২০১৪, ০৯:০৮:১০ সকাল

০১।



পাখির মতো উড়তে তো অনেকেরই মন চায়। নিজেকে একটি পাখির মতো স্বাধীন ভাবে কল্পনায় উড়তে দেখেননি এমন মানুষ অনেক কম খুঁজে পাওয়া যাবে। সবাই মনে করেন পাখির মতো একজোড়া ডানা থাকলে মনের সুখে উড়ে উড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারতাম। কিন্তু আমরা কি পাখিদের দৃষ্টিতে দেখতে পাচ্ছি আমাদের পৃথিবীর পরিবেশকে? যদি দেখতে পারতাম তবে হয়তো ভালোই হতো। কারণ, তখন আমরা বুঝতে পারতাম প্রতিনিয়ত আমরা কি ক্ষতি করে চলেছি আমাদের প্রিয় এই পৃথিবীর পরিবেশের।

পাখির মতো উড়তে যেয়েই নানা দৃশ্য ধারন করেছেন এরিয়েল ফটোগ্রাফার এবং পাইলট ‘ক্যাসপার কওয়ালস্কি’। পোল্যান্ডের পরিবেশের উপর মানুষের প্রভাব তার ক্যামেরায় বন্দি হয়ে নজর কেড়েছে সবার। চলুন তবে দেখে নেয়া যাক সেই ছবিগুলো।

কভারে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি আঁকা কোনো ছবি নয়। এটি পোল্যান্ডের কাসুবিয়ার একটি লেকের ছবি। যেখানে কেমিক্যালের কারণে লেকের আশেপাশের গাছগুলোর রঙ পরিবর্তন হচ্ছে প্রতিদিন।

০২।



পোল্যান্ডের কাইজমার্কের ভিস্টুলা নদীর পাশের রাস্তা দিয়ে চলছে যানবাহন। এই নদীটি বরফে ঢাকা একটি নদী। কিন্তু ছবি দেখেই বুঝতে পারছেন কতোটা দূষিত নদীটি।

০৩।



এই ছবিটি হতে পারতো পুরোটাই সবুজে ভরপুর। এটি একটি শস্যক্ষেত্র। কিন্তু এর মাঝের লাল অংশটিই বলে দিচ্ছে এখানে চাষ হচ্ছে গাঁজার। সাথে সাথেই পুরো শস্যক্ষেত্রটি হচ্ছে দূষিত।

০৪।



ছবিটি দেখে মনে হতে পারে কেউ রঙ গুলে রখেছে পানিতে। কিন্তু এটি পোল্যান্ডের বিয়ালোলেকার একটি গ্যাস-ফায়ারড পাওয়ার প্ল্যান্টের পরিত্যাক্ত পানি নিষ্কাশনের দৃশ্য।

০৫।



এই ছবিটি একটি তুষারে ঢাকা ফলের বাগানের ছবি, টেকজো, পোল্যান্ড

০৬।



পোল্যান্ডের বনের ছবিটি বেশ রঙিন মনে হচ্ছে। কিন্তু এখানেও বনের মধ্যে পরিবর্তন হচ্ছে গাছের রং।

০৭।



এই ব্লেডগুলো উইন্ড টার্বাইনের যা জাহাজে উঠার জন্য অপেক্ষমাণ, পোল্যান্ড।

০৮।



পোল্যান্ডের ময়লা ফেলার স্থান।

০৯।



কেটে ফেলা হচ্ছে তুষার ঢাকা বনের গাছ

১০।



তুষারাবৃত ইন্ডাস্ট্রিয়াল জোন, পোল্যান্ড।

.................................................................।

সূত্র

বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

219719
১০ মে ২০১৪ সকাল ১০:৩৯
বিন হারুন লিখেছেন : ভাল একটি পোষ্ট. ইতি মধ্যে আমাদের দেশও নাকি দূষিত বায়ূর দেশ হিসেবে চতুর্থ স্থান অর্জন করেছে. তাই আমাদের উচিত যত্র-তত্র ময়লা আবর্জনা না ফেলা.
১০ মে ২০১৪ দুপুর ১২:০১
167488
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমাদের দেশ তো অনেক আগেই দোষিত হয়েছে।
219724
১০ মে ২০১৪ সকাল ১১:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
প্রযুক্তি বা আধুনিকতার ব্যবহার এর সাথে পরিবেশ দূষনও বাড়ছে একই পরিমানে।
১০ মে ২০১৪ দুপুর ১২:০১
167489
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : যতই উন্নতি হচ্ছে ততই ক্ষতি হচ্ছে।
219754
১০ মে ২০১৪ দুপুর ১২:২৩
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ০৬ নং ছবিটা আমাকে খুব ভাল লেগেছে।
১০ মে ২০১৪ দুপুর ০২:০৯
167565
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে ভাল লাগার জন্য
219810
১০ মে ২০১৪ দুপুর ০১:৩৭
জুমানা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১০ মে ২০১৪ দুপুর ০২:০৯
167566
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
219948
১০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
সবুজেরসিড়ি লিখেছেন : ভাল লাগল শেয়ার করার জন্য ধন্যবাদ . . .
১১ মে ২০১৪ সকাল ০৯:০২
167750
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
220109
১১ মে ২০১৪ সকাল ১০:২০
মোহাম্মদ লোকমান লিখেছেন : ভালো লাগলো।
১১ মে ২০১৪ সকাল ১১:৪৭
167799
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
220569
১২ মে ২০১৪ দুপুর ০২:০০
নোমান২৯ লিখেছেন : অ্যামাজিং কালেকশান । ধন্যবাদ । ভাইয়া । Rose Rose Rose
১২ মে ২০১৪ দুপুর ০২:১৬
168199
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : নোমান ভাই , অনেক দিন পর, কেমন আছেন?
মন্তব্য প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ
১২ মে ২০১৪ দুপুর ০৩:১৬
168213
নোমান২৯ লিখেছেন : আলহামদুলিল্লাহ । ভাল ভাইয়া । আপনি কেমন আছেন ভাইয়া ?
১৪ মে ২০১৪ সকাল ০৯:০৭
168790
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমিও আল্লাহর রহমতে ভাল আছি,
আপনি কি বিদেশে থাকেন ভাই? মানে প্রবাসী???
১৫ মে ২০১৪ রাত ০৮:১০
169376
নোমান২৯ লিখেছেন : না ভাইয়া । আমি দেশে থাকি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File