কিছু রহস্যময় তথ্য আপনার জানা দরকার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৬ মে, ২০১৪, ০৮:৪০:২৪ সকাল

বিস্ময়কর ও রহস্যময় কিছু তথ্য

•► শুধুমাত্র একটি মাত্র খাবার রয়েছে পৃথিবীতে যেটি পঁচে যায় না। বলুন তো সেটি কী? -মধু।

•► মানুষের হার্ট এমন চাপ সৃষ্টি করে যে মানুষের বুকের রক্ত ৩০ ফুট দূরে পর্যন্ত যেতে পারে।

•► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।

•► মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যাবে ।

•► চার ঘন্টার ভেতর ১০০ কাপ কফি পান করলে মৃত্য অবধারিত ।

•► প্রত্যেক মহাদেশেই রোম নামের শহর আছে, কেবল অ্যান্টার্কটিকা ছাড়া।

•► আঙুলের মতো একজন মানুষের ঠোঁটের ছাপও অন্য মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা।

•► “বোলা” স্পাইডার নামের একধরনের মাকড়সা আছে, যারা জাল বোনে না। এদের দেখা মেলে আমেরিকা, আফ্রিকা আর অস্ট্রেলিয়ায়।

•► ফুটবল খেলায় গোলরক্ষক গোলরক্ষা করেন। কিন্তু ক্রিকেট খেলায় উইকেট রক্ষক উইকেট রক্ষা করে না, বরং ভেঙ্গে ফেলে। বিশ্বাসঘাতক উ……ইকেটরক্ষক!

•► আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ। এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।

•► একজন মানুষ যখন মারা যায় তখন শ্রবণেন্দ্রিয় সবশেষে নিষ্ক্রিয় হয়। সর্বপ্রথম নিষ্ক্রিয় হয় দৃষ্টিশক্তি। এর পর নিষ্ক্রিয় হয় যথাক্রমে স্বাদ, গন্ধ ও স্পর্শেন্দ্রিয়।

•► একটি মৃতদেহ মাটির তুলনায় পানিতে চার গুন বেশি তাড়াতাড়ি পচে।

•► মৃত্যু কার্যকর করার ইলেকট্রিক চেয়ারের আবিষ্কারক একজন দন্তচিকিৎসক।

মানবদেহের রহস্যময় কিছু তথ্য

১. একজন পুরুষ দৈনিক ৪০ টা চুল হারায় আর নারী হারায় ৭০ টা চুল।

২. আমাদের শরীরের রক্তে যেই পরিমান লবন আছে তা একটা সাগরে থাকা লবনের সমান।

৩. আপনি প্রতিদিন সকালে তুলনামূলক লম্বা হয়ে যান রাতের সময়ের চেয়ে।

৪. হৃৎপিণ্ড পুরো শরীরে সারাদিন গড়ে এক হাজার বার রক্ত সঞ্চালন করে থাকে।

৫. চোখের পাপড়ি আয়ুকাল ১৫০ দিন।

৬. চোখের ভ্রু তে প্রায় পাঁচশো টি চুল আছে।

৭. মানুষের শরীরের গড়ে প্রায় একশো বিলিয়ন নার্ভ সেল রয়েছে।

৮. মানুষ কখনই চোখ খোলা রেখে হাঁচি দিতে পারেনা।

৯. মানুষের শরীরে হাড় জমাট বাধা কংক্রিট এর চেয়েও বেশি শক্ত।

১০. জিহ্বার স্বাদের মুল প্রতি ১০ দিন পর পর নষ্ট হয়ে যায়।

১১. বাচ্চারা বসন্তকালীন সময়ে সবচেয়ে বেশি বেড়ে উঠে।

১২. চোখ সারা জীবন একই আকারে থাকলেও নাক এবং কান বেড়ে উঠে।

১৩. আমরা জন্মের সময় ৩০০ টা হাড় নিয়ে জন্মাই কিন্তু আমরা যখন পূর্ণবয়স্ক হই তখন আমাদের হাড় হয়ে যায় ২০৬ টা।

১৪. মানুষের মাথার খুলি ভিন্ন রকমের ২৬ টি হাড় ইয়ে তৈরি।

১৫. হাতের নখের মত পদার্থ দিয়েই তৈরি হয়েছে চুল।

১৬. শরীরের ভেতরের সমস্ত যন্ত্রাংশ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যখন আমরা হাঁচি দেই। এমনকি আমাদের হার্টও।

১৭. জিহ্বা মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী একটি পেশী।

১৮. একজন আদর্শ মানুষ দৈনিক ছয়বার বাথরুমে যায়।

১৯. মুখ থেকে পেটে খাবার যেতে সময় লাগে ৭ সেকেন্ড।

২০. বাচ্চাদের জিহ্বা স্বাদের মুল পূর্ণবয়স্ক একজন মানুষ থেকে অতি স্বাদ প্রিয়।

২১. হাঁচির সময় মানুষের নাক দিয়ে বাতাস বের হয় ১০০ কিঃমিঃ বেগে।

২২. আপনি যেই পেশীর উপর বসে থাকেন সেটিই আপনার শরীরের সবচেয়ে বড় পেশী।

২৩. সবচেয়ে ছোট হাড় হচ্ছে কানের হাড়।

.........................................................................

সূত্র:

bdlive24.com

internet

বিষয়: বিবিধ

২০৩২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218006
০৬ মে ২০১৪ সকাল ০৯:২৬
আওণ রাহ'বার লিখেছেন : অনেক তথ্য জানলাম।
২. আমাদের শরীরের রক্তে যেই পরিমান লবন আছে তা একটা সাগরে থাকা লবনের সমান।
এটা কিভাবে সম্ভব (!)?
আল্লাহ ভালো জানেন।
অনেক ধন্যবাদ।
০৬ মে ২০১৪ সকাল ০৯:৫৮
166122
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : অবশ্য সম্ভব, এটা বৈজ্ঞানিক দারা প্রমানিত,
আপনি শিরা উপশিরা জোড়া দিয়ে পৃথিবী চারিপ্রান্তে ঘুরিয়ে আনতে পারবেন
অথচ আমাদের পাচ ফিট দেহে তা কিভাবে যে সম্ভব সেট করে দিয়েছেন আল্লাহ, বুঝার উপায় নেই
218009
০৬ মে ২০১৪ সকাল ০৯:৪১
আবদুল আলিম লিখেছেন : ধন্যবাদ
০৬ মে ২০১৪ সকাল ০৯:৫৮
166123
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
218029
০৬ মে ২০১৪ সকাল ১০:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ তথ্যগুলির জন্য। চুলের ব্যাপারে নারি পুরুষ সমানাধিকার নাই কেন। আপনার ফাঁসি চাওয়া যেেতে পারে। পিরামিড এর ভিতর থেকে পাওয়া চার হাজার বছরের পুরান মধুর মধ্যে তার গুন ও স্বাদ অক্ষুন্ন থাকার প্রমান রয়েছে। তবে মানুষের প্রকৃতি!!! এই অপচনশিল দ্রব্য কেও তারা ইষ্ট ও অন্যান্য উপাদান যোগ করে মদ এ পরিনিত করে।
০৬ মে ২০১৪ দুপুর ১২:২০
166161
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি ঠিকই বলেছেন সবুজ ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
218044
০৬ মে ২০১৪ সকাল ১১:৫৩
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর, সুন্দর, অনেক সুন্দর। তথ্যবহুল ও গুরুত্বপূর্ন পোষ্ট।
০৬ মে ২০১৪ দুপুর ১২:২০
166163
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
218379
০৭ মে ২০১৪ সকাল ০৯:২২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাল পোস্ট! Applause Rose
০৭ মে ২০১৪ সকাল ০৯:৩৩
166423
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
218394
০৭ মে ২০১৪ সকাল ১০:৪৭
ইমরান ভাই লিখেছেন : মশা কোন রঙ দেখলে ঘড় থেকে পালায়? At Wits' End Day Dreaming খুব জানা দরকার
০৭ মে ২০১৪ সকাল ১১:২২
166436
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হা ভাই জেনে নেয়া দরকার, বাড়ীতে দেখতে পারেন
০৭ মে ২০১৪ বিকাল ০৪:২৮
166571
ইমরান ভাই লিখেছেন : বাড়ীতে দেখতে পারেন Broken Heart Broken Heart
এত তথ্য দিলেন এই তথ্যাটা দিলে কি হয় Broken Heart Waiting Waiting Yawn Yawn
০৮ মে ২০১৪ সকাল ০৮:০৬
166785
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ও সরি,
আমি বুঝতে ভুল বুঝেছি,
আমি মনে করেছিলাম মশা কোন রং দেখলে জড়ো হয় ,
আপনার প্রশ্নের উত্তর হলো
বর্তমানে কিছু চাইনিজ বাল্ব তৈরি করা হয়েছে যার আলোর রংটা নিয়ন সাইনিংএর আলোর মতো,
অর্থ্যাত ধবধবে সবুজ রংয়ের।
এটা অন করলে মশা মাছি ঘর থেকে পালায় ।
বাজারে এখন পাওয়া যাচ্ছে, কম দামে, দেখতে পারেন।
ধন্যবাদ
০৮ মে ২০১৪ সকাল ০৮:১০
166786
ইমরান ভাই লিখেছেন : এই বাল্বে জদি মশার ক্ষতি হয় তাহলে মানুষের কোন ক্ষতি হবে না তো... Surprised Surprised
০৮ মে ২০১৪ সকাল ০৮:৩৬
166792
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : তবে দীর্ঘক্ষন জ্বলা যাবেনা, এর আলোর দিকে বেশিক্ষন তাকানো যাবেনা, চোখের সমস্যা হতে পারে,এটা বিকালের দিকে একটুখানি জ্বলাইয়ে আবার বন্ধ করে রাখতে হবে,কারন বিকেলের দিকে মশা কাতার বন্ধি হয়ে ঘরে ঢুকা শুরু করে,
০৮ মে ২০১৪ সকাল ০৯:২৯
166803
ইমরান ভাই লিখেছেন : এই লাইটের কাছে আমি নাই লাভের চেয়ে ক্ষতি বেশি। Worried Worried
Love Struck Love Struck
০৮ মে ২০১৪ সকাল ০৯:৩৬
166806
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি জানতে চেয়েছেন তাই বললাম,
সব কিছুতেই এখন লাভের চেয়ে ক্ষতি বেশি,
আপনি এখন লাভের কথা বলুন, তার ক্ষতির কথা আমি এখন বলবো,
তার চেয়ে এখন মশার কামড় খেয়ে ডাইরিয়া ডেঙ্গু জ্বর হোক তাও ভাল ,
০৮ মে ২০১৪ বিকাল ০৪:০৭
166912
ইমরান ভাই লিখেছেন : মশার কামড়ে খেয়ে ডাইরিয়া ডেঙ্গু জ্বর Surprised Surprised Surprised নতুন আবিষ্কার Surprised Surprised Worried Worried Tongue
১০ মে ২০১৪ সকাল ০৮:২২
167447
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : দুঃখিত,
ফ্যালিরিয়া। মেলেরিয়াকে ডাইরিয়া বলে ফেলেছি :Thinking :Thinking :Thinking
১০ মে ২০১৪ দুপুর ০২:৪৯
167580
ইমরান ভাই লিখেছেন : ”ফ্যালিরিয়া” না ফাইলেরিয়া
At Wits' End At Wits' End At Wits' End Time Out Time Out Time Out Thumbs Down Thumbs Down

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File