বিশ্বমন্ডলের কিছু তথ্য উপাথ্য আপনার ভাল লেগেও যেতে পারে (ছবি সহ)

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৯ এপ্রিল, ২০১৪, ০২:৩৫:৩৫ দুপুর

০১।



শনি গ্রহের উপগ্রহ Titan এর অভিকর্ষ বল এতটাই কম যে আপনি যদি সেখানে যেতে পারতেন, শুধুমাত্র কাপড়ের তৈরি দুটি পাখা বানিয়ে আকাশে উড়তে পারতেন

বিশ্ব-মহাবিশ্ব.........আকাশ-মহাকাশ - ০১

০২।



বিশ্ব-মহাবিশ্ব.........আকাশ-মহাকাশ - ০২

GOLDEN GATE BRIDGE থেকে তোলা চাঁদের ছবি। ছবিতে আমরা চাঁদের পরিভ্রমনের পথরেখা দেখতে পাচ্ছি

০৩।



বিশ্ব-মহাবিশ্ব.........আকাশ-মহাকাশ - ০৩

০৪।



০৫।



০৬।



০৭।



০৮।



০৯।



১০।



১১।



১২।



১৩।



১৪।



১৫।



১৬।



১৮।



১৯।



২০।



চীনের মহাপ্রাচীর চাঁদ থেকেও দেখা যায়' এই কথা মোটামুটি আমরা সবাই শুনেছি। এটি আসলে সত্যি নয়, এটি একটি গুজব এবং গুজবটি ছড়িয়েছিল ১৭৫৪ সালে !!

গুজবটি এতই শক্তিশালী যে আপনি যদি গুগল এ "Great Wall of China seen from the moon" লিখে সার্চ দেন, গুজবটির সমর্থনে প্রায় ৪০লাখ রেজাল্ট পাবেন।

William Stukeley নামক এক ব্যাক্তির ১৭৫৪ সালের দিকে লিখা একটি চিঠিতে লিখা ছিল 'the Chinese Wall, […] makes a considerable figure upon the terrestrial globe, and may be discerned at the moon" সুতরাং বলা যায় গুজবটি সর্বপ্রথম ১৭৫৪ সালে ছড়িয়েছিল।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে চাঁদ থেকে সেই সব বস্তুকেই দেখা যাবে যার সর্বনিম্ন ব্যাস ৭০মাইল এবং আশেপাশের তুলনায় কনট্রাস্ট থাকবে উল্লেখযোগ্য। অপরদিকে চীনের মহাপ্রাচীরের সর্বোচ্চ প্রস্থ হচ্ছে ৩০ ফুট। মহাপ্রাচীরটির প্রস্থ ধরে তুলনা করলে চাঁদ থেকে চীনের মহাপ্রাচীর দেখা আর দুই মাইল দূর থেকে একটি চুল দেখা একই ব্যাপার।

সুতরাং যদি মানুষকে চাঁদ থেকে চীনের মহাপ্রাচীরকে দেখতে হলে তার চোখের ক্ষমতা স্বাভাবিক দৃষ্টি ক্ষমতার ১৭,০০০ গুন বেশি থাকতে হবে

বিষয়: বিবিধ

২০০০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214826
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৮
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! সত্যি অসাধারণ !
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০০
163072
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
163078
আহ জীবন লিখেছেন : প্রিয়তে নিলাম।
214841
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৮
আহ জীবন লিখেছেন : সব গুলো তথ্য নতুন মনে হল।
খুব ভালো লেগেছে।
আরও চাই।
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২০
163079
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অকেক অনেক ধন্যবাদ
214860
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ।
আমাদের সুর্যই আয়তনে যতটুক তাতে মহা বিশ্বের সব রহস্য যানার দাবি আমরা কি ভাবে করি আর আল্লাহর অস্তিত্বে সন্দেহ প্রকাশ করি সেটা বুঝতে পারিনা। আর ভালো লাগল ১৫ নং ছবিটি। সেই সুখি মানুষের গল্পটির মতই যা আছে তাই নিয়ে সুখি। কোন কিছু না পাওয়ার চিন্তায় দুখি নয়।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
163472
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ্যা অবশ্যই ১৫ নং ছবিটা আমার ভাল লেগেছে, যদিও সেটা অপ্রসাংগিক ছবি,
214865
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫২
মুজিব সেনা লিখেছেন : চিনের প্রাচীর চাঁদ থেকে দেখা যায় না,এটা সত্য। তবে চাঁদ এ পৃথিবী থেকে এক্মারত আযান এর আওয়াজ পৌঁছায় এটা জানি।
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
163470
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এই বিষয়ের উপরে কোন দলিল নেই, এটা শুনা কথা,
ওখানে আযান শুনা যায় সেটা আপনি কাকে কি দিয়ে বিশ্বাস করাবেন, যদি বিশ্বাস করাতে চান সেখানে যাওয়াটা অবশ্যই দরকার,
নীল আলমষ্ট্রং সেখানে আজানের ধ্বনি শুনতে পেয়েছেন , সেটা হয়তো তাকে ঈমান গ্রহনের জন্য একটা প্রতিধ্বনি দিয়েছেন, তার অর্থ এই নয় যে সেখানে আজান শুনা যায়,
214915
২৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১০
প্রবাসী আশরাফ লিখেছেন : আপনার সংগ্রহ এবং উপাস্থাপন দারুন... Rose
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
163468
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
215078
২৯ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৬
সবুজেরসিড়ি লিখেছেন : সত্যি অসাধারণ ! অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ...
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৭
163467
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
215232
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ৬, ৮, ও ১১ নং তথ্যগুলো দেখেও যারা আল্লাহর অস্তিত্বের প্রমান চায়, তাদের মাথার ঘিলু কি দিয়ে তৈরী তাই ভাবছি Thinking
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৭
163465
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : যারা নাস্তিক তাদের জন্য আল্লাহর অস্তিত্ব প্রমানে উক্ত ছবি দ্বারা প্রমান বহন করবেনা,
যারা আস্তিক তাদের কোন প্রমান লাগেনা,
সামনে যা কিছু দেখি সবিই আস্তিকের জন্য প্রভুত্বের প্রমান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File