কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে- ৩৭
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৯ এপ্রিল, ২০১৪, ০৯:০২:৪২ সকাল
০১।
যখন সাগর এবং মরুভূমি এক হয় !!
পৃথিবীর মাত্র কয়েকটা জায়গায় এই দৃশ্য দেখা যায়। ছবির জায়গাটি নামিবিয়াতে রয়েছে।
অবিশ্বাস্য, কিন্তু সত্য...।
০২।
Bangladesh Army On Arab
০৩।
এই স্মারক নোটটি হয়তো আপনারা প্রথম দেখলেন...
০৪।
অসাধারণ এক হস্তশিল্প...!!!
০৫।
1939 First Motor Byke
০৬।
০৭।
Genius of the year
what a cooling style
০৮।
প্রেমের মাঝে ফাকা ফাকি বেশি,
পেটে ভাত নেই, মুখে ফুটফুটানি
০৯।
ডিজিটাল চাচি
১০।
এতোবড় কাঁঠাল আমার জীবনের প্রথম
দেখলাম
১১।
আমাদের আজকের টিপস হলো চুলে লেগে যাওয়া চুইংগাম ওঠানোর কৌশল
নিয়ে।
চুলে চুইংগাম লেগে গেলে সেটা ওঠানো রীতিমত যুদ্ধের ব্যাপার। ছোট
বাচ্চারা দুষ্টুমি করে একে অপরের অথবা বড়দের
চুলে লাগিয়ে দিতে পারে চুইংগাম।
চুইংগাম এঁটে থাকা চুল
কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় পাওয়া যায় না। এরপর অসমান দৈর্ঘ্যের
সেই চুল নিয়ে বিব্রত থাকতে হয় বেশ কিছুদিন। এত
ঝক্কি পোহাতে হবে না আর আপনাকে।
খুব সহজেই চুল থেকে বিরক্তিকর চুইংগাম ওঠাতে পারবেন আর তার জন্য দরকার হবে একটু লবণ আর কয়েক
টুকরো বরফ। চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না।
সেটা আরও বেশি চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন।
লবণ জল দিলে কি হবে জানেন?
সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর
পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘষুন। লবণ জলের
কল্যাণে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে।
বরফের
প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম
আলাদা করা লাগবে না!
১২।
Dhoom 5
১৩।
ছবিতে শিশুটির জন্য মা বেশ কিছু বুদ্ধি খাটাইছে, একটু বের করুন
১৪।
ভাই কিছু বুঝার থাকলে বুইঝা লন, এত কিছু লেখা আমার মাথায় আসতেছেনা
বিষয়: বিবিধ
২৫৬৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কালেকশন সুন্দর। অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
কেমন আছেন?
আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আমার ঘরে নিয়মিত এসে আমাকে দেখার জন্য
কিছু সেখানের ছবি টবি পাঠান না কেন?
আপনার আমার ঘরে আসলেই আমার ঘর খানি চক চক করে ভাই,
"মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়
সময়ে অসময়ে বদলায়, কারণে অকারণে বদলায়"
টোকাই বাবুকে অনেক অনেক ধন্যবাদ
আমার ঘর খানি উজ্জল করার জন্য
আপনার পাশে কিছু ছবি দেখতেছি হাসতেছে কিছু ছবি হাতুড়ি দিয়ে মারতে চাচ্ছে, এই গুলোর রহস্য তো ভাই বুঝলাম না,
আহ্ '' কৌ মিল গায়া '' ছবিতে যদি আপনার এই আইডিয়াটা মিলে যেত তাহলে রোহিতের আর ঝাড়ি খাওয়া লাগতো না !
দারুন হইতাছে । চালা'য় যান।
আমারও কিছু আছে
১. বিবাহিত/অবিবাহিতদের জ্ঞাতার্থে
২. কে খারাপ আর কে ভাল তা মানুষের জানার ক্ষমতা নেই
৩.যে সব প্রতিপক্ষ ভাবতেছেন গেইল অবসর নিলেই তার হাতে মাইর খাওয়া থেকে বেঁচে যাওয়া যাবে , এই ছবিটা তাদের টেনশন বাড়িয়ে দেবে :
৪. বাস্তব ও কল্পনা জগতের লিজেন্ডরা :
Mohammad Ali vs Rocky Balboa
৫. ইরান ফুটবল দলের নবীন সদস্য !
:
তবুও আবার দেখি এতো মজার বিষয়ভিক্তিক ছবি কালেক্শন অত্যন্ত অপূর্ব,
প্রসংশনীয়,
বিষেশ করে ০৫ নং টা,
আর ০১ আর ০২ টা,
অন্তত একটি পাথর খেতাম
কিন্তু বিয়ের পর যে শুধুই বাঁশ খাচ্ছি প্রতিদিন!!! <:-P <:-P <:-P <:-P <:-P
আপনি আমার ব্লগ বাড়ীতে প্রতিদিন আসবেন কিন্তু
মন্তব্য করতে লগইন করুন