কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে- ৩৭

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৯ এপ্রিল, ২০১৪, ০৯:০২:৪২ সকাল

০১।



যখন সাগর এবং মরুভূমি এক হয় !!

পৃথিবীর মাত্র কয়েকটা জায়গায় এই দৃশ্য দেখা যায়। ছবির জায়গাটি নামিবিয়াতে রয়েছে।

অবিশ্বাস্য, কিন্তু সত্য...।

০২।



Bangladesh Army On Arab

০৩।



এই স্মারক নোটটি হয়তো আপনারা প্রথম দেখলেন...

০৪।



অসাধারণ এক হস্তশিল্প...!!!

০৫।



1939 First Motor Byke

০৬।



০৭।



Genius of the year

what a cooling style

০৮।



প্রেমের মাঝে ফাকা ফাকি বেশি,

পেটে ভাত নেই, মুখে ফুটফুটানি

০৯।



ডিজিটাল চাচি

১০।



এতোবড় কাঁঠাল আমার জীবনের প্রথম

দেখলাম

১১।



আমাদের আজকের টিপস হলো চুলে লেগে যাওয়া চুইংগাম ওঠানোর কৌশল

নিয়ে।

চুলে চুইংগাম লেগে গেলে সেটা ওঠানো রীতিমত যুদ্ধের ব্যাপার। ছোট

বাচ্চারা দুষ্টুমি করে একে অপরের অথবা বড়দের

চুলে লাগিয়ে দিতে পারে চুইংগাম।

চুইংগাম এঁটে থাকা চুল

কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় পাওয়া যায় না। এরপর অসমান দৈর্ঘ্যের

সেই চুল নিয়ে বিব্রত থাকতে হয় বেশ কিছুদিন। এত

ঝক্কি পোহাতে হবে না আর আপনাকে।

খুব সহজেই চুল থেকে বিরক্তিকর চুইংগাম ওঠাতে পারবেন আর তার জন্য দরকার হবে একটু লবণ আর কয়েক

টুকরো বরফ। চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না।

সেটা আরও বেশি চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন।

লবণ জল দিলে কি হবে জানেন?

সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর

পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘষুন। লবণ জলের

কল্যাণে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে।

বরফের

প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম

আলাদা করা লাগবে না!

১২।



Dhoom 5

১৩।



ছবিতে শিশুটির জন্য মা বেশ কিছু বুদ্ধি খাটাইছে, একটু বের করুন

১৪।



ভাই কিছু বুঝার থাকলে বুইঝা লন, এত কিছু লেখা আমার মাথায় আসতেছেনা

বিষয়: বিবিধ

২৫৫৯ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209906
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৯
মাটিরলাঠি লিখেছেন : ০৩ - আগে দেখিনি।

কালেকশন সুন্দর। অনেক ধন্যবাদ।
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৮
158392
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি যেহেতু ছবিটা প্রথম দেখেছেন তাহলে মনে করছি আপনাকে আমি কিছু দিতে পেরেছি
209915
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫২
Sada Kalo Mon লিখেছেন : সত্যিই ভালো লাগলো- বিষেশ করে ০৪ এবং ১৩ নং..
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৯
158394
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনারা যখন ভাল লাগার ছবিটি নম্বর সহ বলেন তখন আমার কিযে ভাল লাগে তা বলার মতো না,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
209923
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:২১
বিন হারুন লিখেছেন : খুউব সুন্দর লাগলো Rose
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
158437
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হারুন ভাই , আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ
কেমন আছেন?
আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ আমার ঘরে নিয়মিত এসে আমাকে দেখার জন্য
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
158451
বিন হারুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, আমাদেরকে সুন্দর সুন্দর ছবি উপহার দেওয়ার জন্য
209931
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩০
দ্য স্লেভ লিখেছেন : অসাধারণ বিবেকবান ছবি....Happy সুপার লাগল
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
158440
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : দ্য স্লেভ ভাই আপনি এখনে কোন হালাতে আছেন এ্যামেরিকায়?
কিছু সেখানের ছবি টবি পাঠান না কেন?
আপনার আমার ঘরে আসলেই আমার ঘর খানি চক চক করে ভাই,
২০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
158979
দ্য স্লেভ লিখেছেন : একটু ব্যস্ত,দু-এক দিনের মধ্যে আবার ভ্রমন কাহিনী শুরু হবে। কয়েকদিন বেশ কিছু স্থানে ঘুরলামHappy Happy
209936
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
টোকাই বাবু লিখেছেন :

"মানুষ মরে গেলে পচে যায়, বেচে থাকলে বদলায়
সময়ে অসময়ে বদলায়, কারণে অকারণে বদলায়"
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫১
158442
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : মানুষ মরনশীল, পৃথিবী পরিবর্তনশীল
টোকাই বাবুকে অনেক অনেক ধন্যবাদ
আমার ঘর খানি উজ্জল করার জন্য
209943
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
158453
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : সুর্যের পাশে হারিকেন ভাই আমার ঘরে মোটেই আসতে চান না,
আপনার পাশে কিছু ছবি দেখতেছি হাসতেছে কিছু ছবি হাতুড়ি দিয়ে মারতে চাচ্ছে, এই গুলোর রহস্য তো ভাই বুঝলাম না,
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
158472
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনিওতো আমার ঘরে আসতে চান্না তাই বোধহয় আমারও আসা হয়না Frustrated Frustrated কয়েকটা ছবি দেখে হাসিলু Big Grin আরকয়েক্টা সেইরম লাগছে Thumbs Up বাচ্চাটার পাইপ-পীইং দেখে আপ্নারে হাতুড়ি পেটা কর্তে মনচাইছিলো Time Out Time Out Time Out হিহিহি Big Hug
209949
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৯
হতভাগা লিখেছেন : ১১ নং এর আইডিয়াটা আপুদের খুব কাজে লাগবে ।

আহ্‌ '' কৌ মিল গায়া '' ছবিতে যদি আপনার এই আইডিয়াটা মিলে যেত তাহলে রোহিতের আর ঝাড়ি খাওয়া লাগতো না !

দারুন হইতাছে । চালা'য় যান।

আমারও কিছু আছে

১. বিবাহিত/অবিবাহিতদের জ্ঞাতার্থে





২. কে খারাপ আর কে ভাল তা মানুষের জানার ক্ষমতা নেই





৩.যে সব প্রতিপক্ষ ভাবতেছেন গেইল অবসর নিলেই তার হাতে মাইর খাওয়া থেকে বেঁচে যাওয়া যাবে , এই ছবিটা তাদের টেনশন বাড়িয়ে দেবে :





৪. বাস্তব ও কল্পনা জগতের লিজেন্ডরা :

Mohammad Ali vs Rocky Balboa




৫. ইরান ফুটবল দলের নবীন সদস্য !

:

১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৬
158456
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার ছবি গুলো একবার দেখি, বারবার দেখি,
তবুও আবার দেখি এতো মজার বিষয়ভিক্তিক ছবি কালেক্শন অত্যন্ত অপূর্ব,
প্রসংশনীয়,
বিষেশ করে ০৫ নং টা,
আর ০১ আর ০২ টা,
209953
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবিগুলি সবই নতুন। প্রথম ছবিটার জায়গায় শুধু সাগর আর মরুভুমি মিলছেই নয় তাদের মধ্যে নাকি জায়গা দখলের প্রতিযোগিতা চলে। কখনও সাগর ভেঙ্গে নেয় কখনও বালি জমে চর পরে। মোটর বাইকটা পছন্দ হলো। আর শেষ ছবির ছেলেটা কি আপনি????
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৮
158457
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমি হলে ভাল হতাম,
অন্তত একটি পাথর খেতাম
কিন্তু বিয়ের পর যে শুধুই বাঁশ খাচ্ছি প্রতিদিন!!! <:-P <:-P <:-P <:-P <:-P
210000
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা লিখেছেন : দারুন দারুন সব ছবি! আপনি ছবিরকবি
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৪
158500
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনার এহেন মন্তব্যে আমি দারুন উত্সাহিত হয়েছি,
আপনি আমার ব্লগ বাড়ীতে প্রতিদিন আসবেন কিন্তু
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৪
158510
গণ_অভ্যুত্থানের অগ্নিবীণা লিখেছেন : আপনি না গেলে কিন্তু আমিও আপনাকে ভুলে যাবো...
১০
210049
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০১
egypt12 লিখেছেন : ভালো লেগেছে অনেক ধন্যবাদ
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১২
158561
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ
১১
211563
২২ এপ্রিল ২০১৪ সকাল ০৬:২৪
বৃত্তের বাইরে লিখেছেন : খুব ভালো লাগলো আপনার কালেকশনগুলো। চুয়িং গামের টিপসের জন্য ধন্যবাদ Star Star Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File