কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-৩৬
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৬ এপ্রিল, ২০১৪, ০৮:১৯:৩১ সকাল
০১।
Kuwait International Airport
০২।
The World Islands, Dubai
০৩।
ফুল দিয়ে তৈরি কার্পেট । এটি বেলজিয়াম এ তৈরি করে বিশ্ব রেকর্ড করেছে ।
০৪।
BMW Headquarters, Munich, Germany
০৫।
Awesome creativity
০৬।
রেড রোড , ডেনমার্ক
০৭।
Ancient Bridge, Kolpino, Russian Federation
০৮।
হারবিন টাইপিং ইন্টারন্যাশনাল বিমানবন্দর , চীন
০৯।
২ মাথা ওয়ালা সাপ
১০।
কবর থেকে লাশ চুরি করে তা খেয়ে ফেলার
দায়ে ২০১১
সালে পাকিস্তানে মোহাম্মাদ আরিফ ও
তাঁর ছোট ভাই মোহাম্মাদ ফরমানের দুই
বছরের জেল হয়েছিল। জেল খেটে বের
হওয়ার পর আবার পুরোনো অভ্যাসে ফিরে গেছেন তাঁরা। আরিফ ও ফরমানের বাড়ি পাঞ্জাব
প্রদেশের বাক্কার জেলার দারিয়া খান
শহরে। ২০১১ সালের ৩ এপ্রিল পুলিশের
হাতে প্রথম গ্রেপ্তার হন এ দুই ভাই।
সে সময় তাঁরা অন্তত পাঁচটি লাশ
খেয়ে ফেলার কথা স্বীকার করেছিলেন। এই অপরাধে তাঁদের প্রত্যেককে দুই বছর
কারাদণ্ড দেন আদালত। গত বছর
সাজা খেটে মুক্তি পান তাঁরা। স্থানীয়দের দেওয়া খবরের
ভিত্তিতে তাঁদের ঘর থেকে আবারও
একটি শিশুর ছিন্নভিন্ন মাথা উদ্ধার
করেছে পুলিশ। শিশুটির শরীরের
কয়েকটি অংশ রান্না করা অবস্থায়
পাওয়া যায়। নরখাদক দুই ভাইয়ের মধ্যে একজন পালাতক এবং একজন
গ্রেপ্তার হয়েছে পুনরায়।
১১।
এক চোখ বিশিষ্ট ইয়াহুদির ঘরে ইসরাইলে জম্ম।
১২।
বিষয়: বিবিধ
১৫৩৩ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার ভয় হচ্ছে ভাই,
যদি এই ছেলেই হয় দজ্জাল!
আপনাকে নববর্ষের শুভেচ্ছা
আপনাকে নববর্ষের শুভেচ্ছা
তো ইলিশ মাছ নাকি সাগর থেকে একটাও আসেনি!?
এই বৈশাখে তো আপনাকে কিছু দিতে পারিনাই তাই
এই লন সামান্য উপহার
বিশ্বাস না হলে খুলে দেখতে পারেন ভাই
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে প্রথম বেড়াতে আসার জন্য
আমি আবার আমার বাড়ীতে কোন নতুন অতিথি আসলে আপ্যায়ন না করা পর্যন্ত ছাড়িনা,
এই নিন কিছু বৈশাখী নাস্তা
সেটা এদানিং,
তবে সময় পেলে আপনাকে ভিডিওটা লিংক দিবো ইনশা আল্লাহ
সত্যি তো? দুশ্চিন্তার বিষয়।
দজ্জাল নাকি এক চোখাই হবে, তাও আবার ইসরাইলের ব্বংশ থেকে
আপনি তো আমার বাড়ীতে আসেন না ইদানিং,
রাগ করেছেন নাকি আপা?
শেষের তিনটে ছবিই সব চেয়ে গুরুত্বপূর্ন
কারন এই ছবি থেকে অনেক কিছু শেখা যায় এবং জানা যায়,
সাপটা দুমুখো, এটা হয়তো অনেকে দেখেন নি, সেটাকে আমি দেখায়েছি,
পাকিস্তানের ঐ হারামজাদাকেও চেনা বা জানা দরকার যাতে এই ঘটনা কেউ না করে,
এবং দেশে এখন ভয়ংকর পরিস্থিতিতে শিশুরা বিকালাঙ্গভাবে জম্ম নিচ্ছে সামান্য ভুলের কারনে এটাও জানা দরকার আপনাদের
সেই জন্য পোষ্ট করলাম আরকি,
তবে সামনে পোষ্ট করার সময় আপনার কথা মাথায় রেখে পোষ্ট করবো ইনশা আল্লাহ
হুমম, দরকার আছে এই ছবিগুলো। আপনার যা ভাল লাগে তা পোস্ট করবেন, আমি কোন মানদন্ড নই
মন্তব্য করতে লগইন করুন