ভালবাসার রং নেই......

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ১৫ এপ্রিল, ২০১৪, ০৮:১৮:৫৫ সকাল



ভালোবাসার রং নেই. . .

নেই কোন গন্ধ. . .

তবুও মানুষ

ভালোবেসে হয় কেন অন্ধ!! . . .

ভালোবাসার সীমা নেই. . .

নেই কোন ভাষা. . .

তবু কেন করে

মানুষ ভালোবাসার আশা !! . . .

বিষয়: বিবিধ

১৯৯৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208023
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৩
egypt12 লিখেছেন : কারন আশাই আমাদের বাঁচিয়ে রাখে
১৫ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৯
156654
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : এই আশাই আমাদের ভাসিয়ে দেয়
208059
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৮
ভিশু লিখেছেন : তাই নাকি?! Surprised এতদিন ত জানতাম ভালোবাসার নাকি রঙ, গন্ধ, ভাষা - এগুলো সবই নাকি আছে?! Worried Angel
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
156704
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : রং আছে কিন্তু বিশ্রী,
গন্ধ আছে কিন্তু দূর্গন্ধ
ভাষা আছে কিন্তু কর্কষ,
208061
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪১
এহসান সাবরী লিখেছেন : ভালো লাগলো
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৯
156705
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
208073
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৭
পবিত্র লিখেছেন : ভালোবাসার রং নেই তবে ভালোবাসা ধরা দিলে সব রঙ্গীন লাগে। Tongue Smug
208085
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৮
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো Love Struck
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৬
156735
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
208090
১৫ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৫
আব্দুল গাফফার লিখেছেন : ♡♡♥♥ Love Struck Love Struck|♡♡♥♥
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪১
156758
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : অশ্লীনতা নিপাত যাক, ভালবাসা হোক নিজের মা বাবা ভাইবোনের সাথে, প্রেম হোক নিজের স্ত্রীর সাথে
208142
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৭
প্রবাসী আশরাফ লিখেছেন :
ভালবাসার এমনই গুন
মনের ভেতর লাগে ফাগুন
রাঙিয়ে ভূবন ভালবাসায়
সবকিছুই জয় করা যায়।

ভালবাসায় কষ্ট এলে
চুপসে যেতে কে বলে?
ভালবাসায় পাওয়ায় নয়
দেওয়াতেই সুখ এই যেন হয়।
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৩
156759
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনি তো দেখছি ভালবাসার পন্ডিত,
হয়তো এখনো ছ্যাকা টেকা খান নাই,
ছ্যাক খাইলে বুঝবেন কত ধানে কত চাল,

208171
১৫ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৫
আব্দুল গাফফার লিখেছেন : ছ্যাকা খাননাই Big Grinছ্যাকা কি আপনি একাই খেয়েছেন কবি ভাই! আমি কোন দলে তাওত জানিনা
১৬ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০১
157238
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ ভাই , আমি ছ্যাকা খেয়ে খেয়ে ছ্যাকা পরাটা হয়ে গেছি,
209932
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩০
বিন হারুন লিখেছেন : ভালবাসি তাকে কারণ তার একটি ভাল বাসা আছে Happy
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
158443
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভালো বাসা / ভালবাসা
দুটোই এক
কারন মেয়েরা কাকে ভাল বাসে ?
যার একটি বড় দালান কোটা কিংবা ভালো বাসা আছে
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৬
158445
বিন হারুন লিখেছেন : Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File