মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা কখন মুসলিম হবে
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৩ এপ্রিল, ২০১৪, ০৯:২১:৪৪ সকাল
সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ও প্রিন্সেস অমিরা ।
মাশাল্লাহ! সব পুরুষদের এমন পর্দা করা উচিত্ কি বলেন !
সাধারনত পর্দা করা উচিত মহিলাদের, কিন্তু তাদের পর্দাটা নিয়েছি আমরা,
ঢালিউট বলিউট হলিউটের ফিল্ম দেখে আচ করা যায় পুরুষদের কিভাবে পর্দা করছে, আর মহিলারা কিভাবে ছোট কাপড় পড়ছে,
মেনে নিলাম তারা দেহ ব্যবসায়ী, দেহ দেখার জন্য তাদেরকে ফিল্মে নেয়া হয়েছে, কিন্তু যাদের দেশে কোরান মজিদ নাজিল হয়েছে তারা কি কোরান পড়েনি! কোরান মানেনা!?
অতছ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন উল কারীমে বলতেছেন।(মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা আন-নূর:৩০ - ৩১।
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন