মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা কখন মুসলিম হবে

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৩ এপ্রিল, ২০১৪, ০৯:২১:৪৪ সকাল



সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ও প্রিন্সেস অমিরা ।

মাশাল্লাহ! সব পুরুষদের এমন পর্দা করা উচিত্ কি বলেন !

সাধারনত পর্দা করা উচিত মহিলাদের, কিন্তু তাদের পর্দাটা নিয়েছি আমরা,

ঢালিউট বলিউট হলিউটের ফিল্ম দেখে আচ করা যায় পুরুষদের কিভাবে পর্দা করছে, আর মহিলারা কিভাবে ছোট কাপড় পড়ছে,

মেনে নিলাম তারা দেহ ব্যবসায়ী, দেহ দেখার জন্য তাদেরকে ফিল্মে নেয়া হয়েছে, কিন্তু যাদের দেশে কোরান মজিদ নাজিল হয়েছে তারা কি কোরান পড়েনি! কোরান মানেনা!?

অতছ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন উল কারীমে বলতেছেন।(মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। সূরা আন-নূর:৩০ - ৩১।

বিষয়: বিবিধ

১৬৭৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201997
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৭
আল সাঈদ লিখেছেন : হেদায়ত দান করুন।
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
151595
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে আমাকে মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
202029
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
egypt12 লিখেছেন : উনারা রাসুলের দেশে জন্মেছেন বলেই হয়ত নিজেদের সব কিছুর উর্ধে মনে করছেন।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৯
151650
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ওরাই তো নবী রাসুলদের বিতাড়িত করেছে, মক্কা থেকে মদীনায় হিজরত করার জন্য বাধ্য করেছে, এরা মুসলমান নামের কলংক
202034
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৩
সিটিজি৪বিডি লিখেছেন : ওরা মুসলমান নামধারী শয়তান ছাড়া আর কিছুই নয়।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:১৭
151649
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ওদের জন্যই আমাদের এই দশা
202277
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : এদের রন্ধ্রে রন্ধ্রে শয়তানী! Frustrated
০৫ এপ্রিল ২০১৪ সকাল ০৮:০৪
152135
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ঠিক বলেছেন আপা, এরাই ইসলামকে ধ্বংশের ধার প্রান্তে নিয়ে যাচ্ছে, এরাই ইয়াজিত বাহিনীর কাজ করতেছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File