কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-২৭
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২২ মার্চ, ২০১৪, ০৮:৫১:১৯ সকাল
০১।
১১ই এপ্রিলে 'মাউন্ট এটনা' নামক আগ্নেয়গিরিতে যখন অগ্ন্যুৎপাত হয় তখন এর মুখ থেকে যে ধোঁয়া বের হয় তার মধ্যে একটি 'ধোঁয়ার রিং' (smoke ring) সৃষ্টি হয়েছিল, যা খুবই বিরল
০২।
ভারতের মুম্বাইতে একটি সুইমিং পুল আছে যার মেঝেতে আকাশ থেকে তোলা একটি বিশাল ছবি যুক্ত আছে। ফলে সাঁতার কাটার সময় মনে হয় যে আপনার নিচে একটি শহর পানিতে ডুবে আছে। এরুপ করা হয়েছে মানুষ যেন 'বৈশ্বিক উষ্ণায়ন' এর কারনে ভবিষ্যতে কি ঘটতে পারে তা সম্পর্কে সচেতন হয়
০৩।
সিঙ্গাপুরের এক নাগরিকের আসল নাম 'Batman Bin Suparman'
(এই ছবিটা আমার দ্বিতীয় পোষ্ট)
০৪।
০৫।
০৬।
০৭।
০৮।
এই লিংকে ক্লিক করে জেনে নিন সমস্যা গুলো কি কি
০৯।
১০।
ভাই কিছুকি ভাবতাছেন?
১১।
পৃথিবীর সবচেয়ে বড় তরমুজ
১২।
চিনছেন মনে হয়!
১৩।
সম্ভবত প্রশ্নটির উত্তরটা ঠিক।
১৪।
কোন কিছু নকল করলে এই একটাই সমস্যা।
বিষয়: বিবিধ
৩৪২৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Cruise Ship ''The World'' এর ব্যাপারে বিস্তাড়িত জানালে ভাল হত ।
হাহ হা হা
মন্তব্য করতে লগইন করুন