নারী দিবসে নারীদের জন্য কিছু উদ্যাক্তা মূলক ছবি আপনাদের ভাল লাগতেও পারে-২১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০৮ মার্চ, ২০১৪, ১০:৩৩:০৩ সকাল

০১।



অক্রান্ত পরিশ্রম করে নারীও সংসার চালাচ্ছে

০২।



খুব ভাল লাগছে কৃষিতেও নারীরা এগিয়ে

০৩।



কঠিন পরিশ্রমেও পিছিয়ে নেই নারীরা

০৪।



এই ধরনের ছবি আমরা প্রতি দিনই দেখি কিন্তু কিছুত করার নেই আমাদের

০৫।



নারী মানে মা,

আর মা মানে নারী

মায়ের মুখে পানি ডুকছে তবুও সন্তানের জীবন বাচাতে ব্যস্ত মা

সেই সন্তান কি বড় হয়েও মাকে পানিতে ঢুবাবে?

০৬।



গরুর মতো বেধে রেখে শাসন করা যায়না নারীকে



চোখের পানি কি শুধুই নারীদের জন্য?!



ফুলছড়ির নারীরা মুষ্টির চালে স্বাবলম্বী, মঙ্গায় ঋণ দেয়া হয় চাল ,



টাঙ্গাইলে দরিদ্র নাজমা গৃহবধু থেকে কঠোর পরিশ্রম করে লাখপতি



রুমানার হাত ধরে ৬ গ্রামের ৪০০ নারী স্বাবলম্বী

এখানে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন



নারী প্যারাভেট নুরেসার কথা



ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নারী

বিষয়: বিবিধ

২৮৭২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

188758
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৬
বিন হারুন লিখেছেন : পরিস্থিতির স্বীকার হলে অনেকে অনেক কিছু করতে পারে,নারী তাঁর অধিকার নিয়ে ডাক্তার, এমড়ি হোক এটাই কাম্য. দরিদ্রতার স্বীকার হয়ে ধান কাটা, পাথর ভাঙ্গা, মাটি কাটার মতো কঠোর পরিশ্রম করুক তা কাম্য নয়. দেশের যে কোন অসহায় নারী সরকার থেকে ভাতা পাওয়া অধিকার রাখে. আমি এই অধিকার চাই.
খুব ভাল লাগল আপনার দেওয়া ছবি এবং লেখা গুলো. Happy
০৮ মার্চ ২০১৪ সকাল ১০:৪৯
140000
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আমার খুব খারাপ লাগে যখন আমাদের মা জাতীয় নারী হাটভাঙ্গা পরিশ্রম করে তখন কি করবো সরকার নিজেই যখন নারী তখন নারীর প্রতি একটু সহানুভুতি না জানালে কী আর করার?
দেশের আইন হোক তাদেরকে তাদের যুগ্য অনুযায়ী বেতন ভাতা দেয়া হোক,
188802
০৮ মার্চ ২০১৪ সকাল ১১:৩৪
আমি মুসাফির লিখেছেন :






সব কিছুর উন্নতির সাথে নারীদের এমন উন্নতি নারী দিবসের স্বার্থকতা।
188823
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:১৬
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর পোস্ট। ধন্যবাদ।
188834
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৭
হতভাগা লিখেছেন : বেশ কয়েক বছর আগে বাংলাদেশে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল :

'' শরীর আমার , সিদ্ধান্ত আমার ''









































উপরের ছবির সাথে এসব ছবিও রাখতে পারেন ।

''যে রাঁধে , সে চুলও বাঁধতে জানে ''

'' আমরা নারী , সবই পারি ''

নারী যে কাজে হাত দিয়েছে তাতে সে পুরুষের চেয়ে বেশী দক্ষতা দেখিয়েছে । ফলে আমরা দূর্নীতির ব্রাজিলে পরিনত হয়েছি ।

সে যাই হোক কিছু একটাতে তো পৃথিবীর সেরা পজিশনটি আমরা পেয়েছি , এটাই বা কম কিসে ।

বিশ্ব নারী দিবসে




০৮ মার্চ ২০১৪ দুপুর ০১:৫১
140096
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ভাই উপরের ছবিতে কী দেখতেছি,
আমি ত হতভাগ হয়ে গেলাম ভাই,
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
140133
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুত্তা বিলাই এর ভিড়ে দুই নং ছবিটা বেমানান।
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৬
140145
হতভাগা লিখেছেন : ''রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুত্তা বিলাই এর ভিড়ে দুই নং ছবিটা বেমানান।''

@ রিদওয়ান কবির সবুজ




এই ছবিটার কথা বলছেন ? এরকম চেহারা ও লুক নিয়ে কি কেউ ইট ভাঙ্গে ?

এটা তো হাল চাষেরটার মতই লোক দেখানো , যেটাতে উনারা সবসময়ই দক্ষ ।
188908
০৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
189034
০৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪৬
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File