কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১৯

লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ০১ মার্চ, ২০১৪, ১১:১৯:২০ সকাল

০১।



কিছু লেখতে মন চাচ্ছেনা,

০২।



এটা অনেক আগের ছবি

ছবিটি কথা বলে যারা বাংলাদেশের নেতৃত্ব আসীন রয়েছে তাদের জ্ঞান কতটুকু

০৩।



দৃশ্যটা মনের মতো না হলে আপনাদেরকে দিতাম না

০৪।



তরমুজের শিল্পকর্ম তো অনেক দেখেছেন !!!!

কিন্তু এমন শিল্প

কি আগে কখনো দেখেছেন ???

০৫।



পাকিস্থানের একটি জঙ্গলে এক রকম কান্ড পাওয়া গেছে। যা দেখতে হুবহু মানুষের মতো।পাশাপাশি দুটি কাণ্ডের একটি পুরুষের মতো এবং অন্যটি মহিলার মতো মনে হয়েছে। মানুষ্যকৃতি এ কান্ডের মাথার উপরিভাগের সাথে গাছের সংযোগ রয়েছে।

এ নিয়ে পাকিস্থানের ঔ গ্রামে অনেক দর্শনাথী ভিড় করছে।

০৬।



বাসায় মেহমান আর আসবেনা.........

উলালা উলালা বসতে দিয়া মাইরা লা .........

০৭



ভারতের দুধ সাগর জলপ্রপাত !!

০৮।



আমাদের ছেলেরা কি কম জানে?

০৯।



মাইজ রাতের বিনুদুন

কিছু মহিলা দেখি আবার

মোবাইল দিয়া ফটো তুলে !!!

১০।



একটি বোতলের উপর ভর দিয়ে

শূন্যে ভাসতে পারেন এই লোক !!

পারবেন নাকি কেউ ?

১১।



~ পিতৃসেবার এক জলন্ত উদাহরণ~~

নিচের ছবিটি দেখুন।

ভূমিকম্পে আঘাতপ্রাপ্ত

বাবাকে পিঠে নিয়ে সন্তান ছুটছে ২০

কিলোমিটার দূরের হাসপাতালে।

মাঝখানে একটু জিরিয়ে নেওয়া।

চীনে ঘটেছে এমন ঘটনা।

সত্যি এমন সন্তান পাওয়া অতীব ভাগ্যের

ব্যাপার।

তারচেয়ে বড় কথা,প্রতিটি ধর্ম

মতেই কিংবা শুধু মানবিক মূল্যবোধ

থেকেও সন্তান হিসাবে আমাদের পিতা-

মাতার প্রতি কর্তব্য অবশ্য পালনীয়।

এমন

সন্তানকে "স্যালুট"। সত্যিকারের বীর এরাই।

১২।



পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ট্রেন !!

১৩।



বালির তৈরি অসাধারণ একটি শিল্পকর্ম

১৪।



খুব মনযোগ দিয়ে একটু লেখাটা পড়ুন না হলে আসল কথাটা বুঝতে একটু কষ্ট হবে

বিষয়: বিবিধ

৩৭১৫ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184890
০১ মার্চ ২০১৪ সকাল ১১:৩০
বিন হারুন লিখেছেন : লাইক দিলাম. লা--------------ই------------ক
০১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৬
136818
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বিন হারুন ভাই , আমার জন্য আপনি খাচ দিলে একটু দোয়া করিবেন,
184891
০১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
মাটিরলাঠি লিখেছেন : অসাধারণ হয়েছে! Rose Rose
০১ মার্চ ২০১৪ সকাল ১১:৩৬
136819
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
184922
০১ মার্চ ২০১৪ দুপুর ০১:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ৯ নং টা কি আঙ্গো দেশের নি?
শেষেরটা নিয়া মন্তব্য করবনা।
১১ নং টা সবচেয়ে ভাল লাগল।
অনেক ধন্যবাদ
184927
০১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৩
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ৯ নং টা আমাদের দেশের।
শেষের টা আমার কাছে খুব অবাক লেগেছে যদি সরকার জানে
যে তার নাম বাংলাদেশের রাজধানী তাহলে পরীক্ষার্থীকে পুরুস্কারো দিতে পারে
আর যদি জানে যে তার নাম একেবারেই ভুল লেখেছে তাহলে পানিশম্যান্টোও দিতে পারে,
আল্লাহ আমাদের বাচাও আমিন!
184933
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:১৪
পfথক লিখেছেন : জটিল.......
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:২৭
136856
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : ধন্যবাদ আপনাকে মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
184941
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : জটিল এবং সুন্দর । ধন্যবাদ ।
০১ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৫
136860
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কেমন আছেন বিদেশের মাটিতে!
আপনার লেখা তো খুবই দারুন হচ্ছে, পাঠক প্রসংশীয় হচ্ছে,
০১ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৪
136889
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমি বিদেশের লোক না রে ভাই দেশেই আছি, চট্টগ্রামে ।
185101
০১ মার্চ ২০১৪ রাত ০৮:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ৮নং ছবিটা কিন্তু আমি পোস্ট করেছি।
০৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৬
137768
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : দুঃখিত ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত,
আপনি কেমন আছেন বাংলার দামাল সন্তান!
আপনার জন্য আমিত টিশার্ট বানিয়ে রেখিছি,
আপনার ছবিটার কারনে কিন্তু আমার একটি ডিজাইন যুক্ত হয়েছে,
185241
০২ মার্চ ২০১৪ রাত ১২:০০
সজল আহমেদ লিখেছেন : এ পর্বের ছবিগুলো অরো ভাল লাগল।
০৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৮
137770
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ
185872
০৩ মার্চ ২০১৪ সকাল ০৫:৩৩
রাইয়ান লিখেছেন : সেখা চিনা !!!! Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
খুব ভালো লেগেছে, অনেক শুকরিয়া !
০৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৮
137769
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : বাংলাদেশের রাজধানীর নাম সেখা চিনা, অদ্ভুদ মানুষ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File