কিছু ছবি আপনার ভাল লাগতেও পারে-১৮
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৭:৪৯ সকাল
একই জিনিষের তিনটি রুপ,
০২।
ভালবাসার হাত চিহ্ন, দারুন আইডিয়া
০৩।
লাল মরিচের গ্রাম,
০৪।
মাছের আকৃতিটা শুধু গ্রামের মানুষই দেখে
০৫।
আমি আসলে কোন দিন এই ধরনের দৃশ্য বাস্তবে দেখিনি
০৬।
আমাদের মুখে মুসা বসলে হাত দিয়ে তাড়াই কিন্তু এই সাপটা ফড়িংটি কি দিয়ে তাড়াবে
০৭।
আলুর বর্তা পাইন্নে ডাইল আহা কি মজারে!
০৮।
বাঁশ দিয়ে অপরুপ ব্রিজ,
০৯।
বাংলাদেশের আসল রুপ, প্রকৃত দৃশ্য, যেন বা্ংলাদেশের পতাকা
১০।
এরা আছে বলেই আমরা শত চেষ্টা করি এগিয়ে চলার
স্যালুট বাস্তবতাকে মেনে এগিয়ে যাওয়ার সাহসী সৈনিকদের
বিষয়: বিবিধ
৪৪৫৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে আপনারা আমাকে অনেক ভালবাসেন কিন্তু সে ভালবাসার প্রতিদান আমি কিভাবে দিবো বুঝতে পারছিনা
০ এটাকে রয়াল ফল বলে । দেশী নাম হরলি । আমাদের বাসায় ছিল । লবন দিয়ে খেতে খুব মজা ।
০ আলুভর্তার সাথে ডাল আর ডিম (ওমলেট) খেতে খুব পছন্দ করি । সাথে লাল শাক হলে তো আরও ভাল ।
ভাল হচ্ছে , চালিয়ে যান ।
আপনি ভাই চৌদ্দিকে জ্ঞানের ক্ষমতা রাখেন,
আলুর বর্তার ফাইন্নে ডাইল এই গুলো বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন খেতে ভাল লাগে, যদি সম্ভব হয় তখন আপনাকে দাওয়াত দিতে ভুলবনা কিন্তু
আপনাদের আগ্রহ দেখে আমার খুব ভাল লাগতেছে,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে মন্তব্য প্রদান করে উত্সাহ দেয়ার জন্য
তাহলে আপনাকে দাওয়াত দিব ভাবছি
ভিতরের অংশটা মানুষের খাদ্য। বাইরের অংশটা পশুর খাদ্য। আর একদম ভিতরের অংশটা আল্লাহর এই নিয়ামত যেন এই পৃথিবীতে সবসময় থাকে তার জন্য।
আলুভর্তা সবসময়ই ভাল।
কেমন আছেন, আমার জন্য একটু দোয়া করিয়েন সময় পেলে
আপনার উত্সাহটা আমাকে এগিয়ে নিয়ে যাক
আপনাকে অন্য সময় দিবো, এখন নয় বর্ষাকালে যখন অজোরধারা বৃষ্টি পড়বে দিনের বেলায়,
যখন কারেন্ট চলে যায় অন্ধকারে লেম্প জালিয়ে ভাত খাবো তখন
তাহলে আজ দুপুরের জন্য এই এক প্লেট নিয়ে যান বাসায়
আপনার ফেইজবুক আইডি দয়া করে একটু দেন ভাই কথা বলে মনটা একটু ঠান্ডা করি
মন্তব্য করতে লগইন করুন