কিছু ছবি আপনাদের ভাল লাগতেও পারে-১৭
লিখেছেন লিখেছেন মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৫:৫০ সকাল
কিছু বলতে পারছিনে,
০১।
মানুষ অনেক জ্ঞানী, যার প্রমান এই শিল্প
০২।
যারা চট্টগ্রামের বাইরের বাসিন্দা তাদের জন্য কিছু চট্টগ্রামের শব্দ শিখা জরুরী
০৩।
মায়ের কাছে সন্তানের ওজন বলতে কিছুই নেই, কিন্তু আমাদের কাছে আমাদের মায়ের ওজন কতটুকু।
০৪।
বাংলাদেশের অপরুপ দৃশ্য, কিন্তু কষ্টের, ভেঙ্গে যাচ্ছে সমস্ত গ্রাম।
০৫।
ঈস! গ্রামের এই রসভরা চা খেতে পারতাম!
০৬।
কী অপরুপ শিল্প!
০৭।
হাস পানিতে থাকে তাই হাসের আকৃতিতে তো নৌকা জাহাজ বানাতে চাইবেই শিল্পীরা।
০৮।
এটা একটা রাতের ছবি, বলেন তো কোথাকার ছবি এটা?
০৯।
মাকে সব সন্তানেরা ফলো করে, সে জন্য মাকে হতে হবে আদর্শবান আর চরিত্রবান।
১০।
বিশেষ এক মুহুর্তে ইলিশ মাছের করুন ছবি
১১।
১২।
১৩।
১৪।
ট্র্যাফিক পুলিশ সকল যানবাহন বন্ধ করে একটি বিড়ালকে তার বাচ্চাকে রাস্তার অপর পাশে নিয়ে যেতে সাহায্য করছে, নিউইয়র্ক, ১৯২৫সাল
বিষয়: বিবিধ
৪৪৮১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই ছবিটা edit করা মনে হয় আমার কাছে । তাহলে এতে মায়ের দুপাশের ডানার মাঝ বরাবর কাটা হয়েছে যেটা হয় না মানবিক ভাবেই ।
এটা Genuine । এখানে মা হাঁসের ডানার ভিতরের অংশ intact আছে ।
বরং এটার সাথে মিল হতে পারে ।
তবুও থিমটা ভাল ।
বৃষ্টি না থাকলে এই weather এ নৌকা ভ্রমন খুব ভাল লাগবে ।
চমতকার হচ্ছে , Carry on.
আপনার দেয়া প্রথম ছবি এডিট হতেই পারে, কারন এখন ডিজিটালি সময় কোনটা আসল কোন নকল বলা খুব কঠিন। তবে হাসের মধ্যে শত রকম জাত রয়েছে এখানে যে দুটো হাসের ছবি আমি দিয়েছি তা দু জাতের, প্রথমটা আমাদের দেশি হাস নয় দ্বিতীয়টা আমাদের একেবারেই গ্রামের । জাতের প্রার্থক্যভেদে তাদের পাখনারও প্রার্থক্য থাকতে পারে কিংবা তার বাচ্চা বসার কারনেও পাখনার একটা অংশ ভিতরে ঢুকে যেতে পারে,
তবে রাতের ছবিটা হংকংয়ের নয়
এই পোষ্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন